বৃহস্পতিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেনে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া (Australia)। দক্ষিণ আফ্রিকা কম রান করলেও বল হাতে অস্ট্রেলিয়াকে বেশ বেগ দিয়েছিল তারা। শেষ পর্যন্ত মান রক্ষা হয়নি। চোকার্স তকমা ঘোচাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে অষ্টমবারের মতো ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। এর আগে দলটি মোট সাতবার ফাইনাল খেলেছে, যার মধ্যে পাঁচবার শিরোপা দখল করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ২১২ রানে অলআউট হয় আফ্রিকান দল। জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
এবারের বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার টানা অষ্টম জয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার। ডেভিড মিলার ১০১ ও হেনরিচ ক্লাসেনের ৪৭ রানের ইনিংস ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ৩টি করে উইকেট নেন। একই সঙ্গে জশ হ্যাজেলউড ও ট্রাভিস হেড ২টি করে সাফল্য পেয়েছেন।
লো স্কোরিং ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। দক্ষিণ আফ্রিকার স্পিনাররা দলের জন্য লড়াই জারি রেখেছিল। তাবরেজ শামসি ২টি, কেশব মহারাজ ও এইডেন মার্করাম ১টি করে উইকেট নেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়িয়ে কাগিসো রাবাদা ও কোয়েটজেও ১ টি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন। তবে দলগত খেলায় দক্ষিণ আফ্রিকাকে টেক্কা দিয়েছে ওয়টেকিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড ৬২, স্টিভ স্মিথ ৩০ ও ডেভিড ওয়ার্নার ২৯ রান করেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়।
২০০৩ সালের পর ২০২৩, আবারও ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া (India national cricket team)। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ১৯৮৩, ২০০৩, ২০১১ সালের পর চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে ভারতীয় দল। একই সঙ্গে ১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের পর অষ্টমবারের মতো শিরোপা জয়ের জন্য খেলবে টিম অস্ট্রেলিয়া। ২০ বছর আগে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নেতৃত্বাধীন দলের পরাজয়ের প্রতিশোধ নিতে আগামী ১৯ নভেম্বর মাঠে নামবে টিম ইন্ডিয়া। বলে দিই, এবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৯-র ধোনির বদলা নিয়েছে রোহিতরা। এবার পালা ২০০৩-র প্রতিশোধ নেওয়া।