মাধ্যমিক পাশেই ISRO-তে চাকরির সুবর্ণ সুযোগ! মিলবে মোটা টাকা বেতনও, এভাবে করুন আবেদন

আপনিও মাধ্যমিক পাশ? (Madhyamik Pariksha) ভালো চাকরির (Employment) সন্ধান করছেন? তাহলে আর চিন্তা নেই, কারণ আপনাকে মোটা মাইনের চাকরির সুযোগ দিচ্ছে ISRO। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে বা ইসরোতে চাকরি পাওয়া সবারই স্বপ্ন। এতে বিভিন্ন যোগ্যতার জন্য বিভিন্ন পদে নিয়োগ করা হয়। এদিকে চন্দ্রযান-৩ এবং সৌর মিশন আদিত্য এল ১-এর পর বেশিরভাগ মানুষ চাইছেন ইসরোর সঙ্গে জুড়তে। যাইহোক আপনিও যদি চান ইসরোয় চাকরি করতে তাহলে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন আপনিও।

কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন জানেন কিছু? আর সেই পদে বেতনই বা কী কত নিশ্চয়ই জানতে কৌতূহলী? জানা যায়, ISRO-তে অনেকগুলি বিভাগ রয়েছে সেই বিভাগে বিভিন্ন পদের জন্য নিয়োগ আসতে থাকে মাঝে মধ্যে। ধরুন আপনি যদি টেকনিশিয়ান ‘বি’ লেভেল ৩-র জন্য আবেদন করেন তাহলে সেখানে আপনার বেতন হতে পারে  ২১,৭০০/- থেকে ৬৯,১০০/ টাকা।

isro chandrayaan

এছাড়া ড্রাফটসম্যান ‘বি’ লেভেল ৩-র বেতন ২১,৭০০/- থেকে ৬৯,১০০/ টাকা। শুধু তাই নয়, আপনিও যদি ভারী গাড়ি চালক ‘A’ লেভেল ২-এর জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার বেতন হতে পারে সর্বোচ্চ ৬৩ হাজার টাকা এবং হালকা গাড়ি চালক ‘A’ লেভেল ২-এর ক্ষেত্রে আপনার বেতন হতে পারে ৬৩,২০০ টাকা অবধি। অভিজ্ঞতা থাকতে হবে ৩ থেকে ৫ বছরের।

একইসঙ্গে আপনিও যদি ইসরোর ড্রাইভার, বাবুর্চি, ক্যাটারিং অ্যাটেনডেন্ট, ফায়ারম্যান ইত্যাদি পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনারকে স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে SSLC/SSC/Matriculation (দশম শ্রেণি) পাশ হতে হবে। যারা চাকরি পাবেন তাঁরা চিকিৎসা সুবিধা, ক্যান্টিন ভাতা, এইচআরএ, ভ্রমণ ভাতা, জাতীয় পেনশন সিস্টেম-এর আওতায় আসবেন।