LPG-পর সস্তা হল পেট্রোল-ডিজেলও! পশ্চিমবঙ্গে অনেকটাই কমল দাম, রইল আজকের রেট

যাদের দু’চাকা বা চার চাকা আছে তারাই বোঝেন পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel Fuel) মূল্য। প্রায়শই দেখা গেছে পেট্রোল, ডিজেল কিনতে গিয়ে একপ্রকার পকেট ফাঁকা হয়ে গেছে সাধারণ মানুষের। যদিও প্রায় প্রত্যেক দিনই পেট্রোল-ডিজেলের দামে চড়াই উতরাই অব্যাহত থাকে।গতকাল অবধি যেখানে জ্বালানির মূল্য উর্ধমুখী ছিল, সেখানে কিন্তু আজ বুধবার অনেকটাই স্বস্তি পেলেন রাজ্যের সাধারণ মানুষ। গতকাল এক ধাক্কায় জেলায় জেলায় দাম বেড়ে গিয়েছিল পেট্রোল, ডিজেলের। কলকাতা ও রাজ্যের একাধিক জায়গায় পেট্রোল ও ডিজেলের দাম অনেক সময় ওঠানামা করে অপরিশোধিত তেলের দামের বিচারে জ্বালানির দামে রীতিমতো ফারাক তৈরি হয় প্রতিদিনই পরিবর্তন হয় দামের। আপনিও নিজের বাহন বের করার আগে আর জেনে নিন কোন জেলায় কত টাকায় বিকোচ্ছে পেট্রোল ও ডিজেল।

আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। জেনে নিন আজ শহরে কত টাকা বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। জানা গিয়েছে, আজ কলকাতাতে পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।  আজ শহরে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকায়। এছাড়া ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়।

এদিন হাওড়ায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা। অন্যদিকে মুর্শিদাবাদে পেট্রোল-ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০৭.৩৯ ও ৯৪.০৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৩২ এবং ১০৬.০৬ টাকা করে। সেখানে ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.০৪ এবং ৯২.৮০ টাকায়।

এদিকে আজ  নদিয়ায় পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৬৫ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৫.৯১ ও ১০৬.৮৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু বিক্রি হচ্ছে যথাক্রমে ৯২.৬১ এবং ৯৩.৫১ টাকায়।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন বীরভূমে পেট্রোলের দাম ১০৬.৪৪ টাকা, ডিজেল ৯৩.১৫ টাকা, হুগলিতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.৩২ টাকায়। এছাড়া ডিজেল বিকোচ্ছে ৯৩.০৩ টকায়। এর পাশাপাশি আজ বুধবার ঝাড়গ্রামে পেট্রোল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১০৬.৮৯ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়।

অন্যদিকে পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রোলের দাম যথাক্রমে আজ ১০৬.৮৬ এবং ১০৫.৮৭ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৫৪ এবং ৯২.৬২ টাকায়। আপনিও কি পুরুলিয়ার বাসিন্দা? তাহলে জেনে রাখুন, আজ বুধবার পুরুলিয়ায় পেট্রোল-ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০৭.৪০ ও ৯৪.০৪ টাকায়। এখানে বিশেষভাবে বলে রাখা ভালো, আজ পূর্ব বর্ধমানে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এছাড়া বাঁকুড়ায় পেট্রোলের দাম ১০৬.৭১ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.৪০ টাকা।

petrol pump india

উত্তরবঙ্গে আজ পেট্রোল ও ডিজেলের মূল্য কত জানেন?

দার্জিলিঙে পেট্রোল ১০৫.৮৭ টাকা, ডিজেল ৯২.৬১ টাকায় বিক্রি হচ্ছে।
আজ মালদায় পেট্রোলের দাম যথাক্রমে ১০৫.৮১ টাকা, ডিজেল ৯২.৫৬ টাকা।
জলপাইগুড়িতে পেট্রোল বিক্রি হচ্ছে ১০৫.৭৩ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৪৮ টাকায়।
সেখানে আজ কালিম্পং-এ পেট্রোল-ডিজেল লিটার পিছু বিক্রি হচ্ছে ১০৫.৯৮ ও ৯২.৭১ টাকায়।
আলিপুরদুয়ারে পেট্রোল-ডিজেল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৮২ ও ৯৩.৪৯ টকায়।
উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৩০ এবং ১০৬.৪০ টাকায়। এছাড়া ডিজেল লিটার পিছু বিক্রি হচ্ছে ৯৩.০১ এবং ৯৩.১১ টাকায়।