সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ঘরোয়া এলপিজি (Liquefied petroleum gas) গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে খুশিতে লাফাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। শুধু তাই নয় উজ্জ্বলা গ্যাস যোজনাত আওতাধীন পরিবারকেও স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেখানেও কমানো হয়েছে ২০০ টাকা। যার ফলে রান্নার গ্যাস কিনতে গিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে।
যদিও এসবের মাঝে এল আরও এক বড় খবর আপনারা যদি দু চাকা বা চার চাকা থেকে থাকে তাহলে শুধুমাত্র এ প্রতিবেদনটি রইল আপনার জন্য। সাম্প্রতিক সময়ে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel Fuel) কিনতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে এই নিয়ে বিরোধীরাও কেন্দ্রকে নিশানা করেই চলেছে। যদি এইসবের মাঝেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। শোনা যাচ্ছে, ঘরোয়া LPG-র পর এবার কমতে পারে পেট্রোল, ডিজেলেরও দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা যাচ্ছে, বিগত দু-তিন মাস ধরে লাভের মুখ দেখছে তেল কোম্পানিগুলি এখানে অবস্থায় কেন্দ্রীয় সরকারও পেট্রোল ডিজেলের গ্রাহকদের স্বস্তি দেবার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রসঙ্গে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী বলেন, সরকার সবেমাত্র এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। তিনি বলেছিলেন যে এই সুবিধাটি উজ্জ্বলা যোজনার অধীনে প্রাপ্ত ভর্তুকির সাথে যুক্ত করা হয়েছে। আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দামও কমার সম্ভাবনা রয়েছে। বৈশ্বিক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল থাকলে দাম কমানো যেতে পারে। আজ ৯ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পেট্রোল পাম্প ডিলারদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
পেট্রোল পাম্প ডিলারদের বৈঠকে ডিলারদের কমিশন বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। এ সময় ডিলারদের পক্ষ থেকে একটি চিঠিও লেখা হবে যে, পেট্রল ও ডিজেলের দামে যদি কোনও সংশোধন হয়, তবে সে সম্পর্কে আগাম তথ্য দিতে হবে। ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলারদের তরফে (সিআইপিডি) এ বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রীকে একটি চিঠিও দেওয়া হয়েছে। সিআইপিডি দাম পরিবর্তন সম্পর্কে তথ্য চেয়েছে এবং সরকারকে তেল বিপণন সংস্থাগুলিকে (ওএমসি) ডিলার কমিশন বাড়ানোর নির্দেশ দেওয়ার ও নির্দেশ দিয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, দীপাবলির মরশুমে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩-৫ টাকা কমানো হতে পারে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি রাজ্যের নির্বাচনের আগে সরকার এই পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার।