iPhone-র পর এবার এই বেসরকারি কোম্পানির দিকে নজর টাটা গ্রুপের, বদলে যাবে ভারতের বাজার

এবার ভারতীয় বিজনেস টাইকুন রতন টাটার (Ratan Tata) টাটা গ্রুপ (Tata Group) বিখ্যাত জল কোম্পানি বিসলেরি (Bisleri) ইন্টারন্যাশনালের শেয়ার কিনতে চলেছেন। এই লেনদেন সম্পর্কে প্রথম জানায় ইকোনমিক টাইমস, তারা নিজেদের প্রতিবেদনে জানিয়েছে যে, টাটা গ্রুপ ভারতের বৃহত্তম প্যাকেজড ওয়াটার কোম্পানি বিসলেরি ইন্টারন্যাশনালের শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। প্রসঙ্গত বিসলেরি ইন্টারন্যাশনালের মালিক হলেন রমেশ চৌহান। তার থেকেই শেয়ার কিনে নেবে টাটা গ্রুপ।

আসলে বিসলেরির শেয়ার কিনেই টাটারা দেশের এন্ট্রি-লেভেল, মিড-সেগমেন্ট এবং প্রিমিয়াম প্যাকেজড ওয়াটার ক্যাটাগরিতে প্যাকেজড জলে নিজেদের ব্যাপকভাবে উপস্থিতি রাখতে চলেছে। সেই সাথে বাল্ক ওয়াটার ডেলিভারির পাশাপাশি খুচরা দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং বিমানবন্দর সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক চ্যানেল জুড়ে রেডি-টু-মার্কেট নেটওয়ার্কে জল সরবরাহ করবে। এই সেগমেন্টের সবথেকে বড় খেলোয়াড় বিসলেরি, তাই তাদের সাথে গাঁটছড়া বেঁধেই এই ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে।

টাটা কনজিউমার বিজনেসের চিফ এক্সিকিউটিভ সুনীল ডি’সুজা সম্প্রতি একটি পোস্টে জানিয়েছেন যে, টাটা কনজিউমার বিজনেসে সক্রিয়ভাবে কৌশলগত অধিগ্রহণের সন্ধান করছে৷ ইতিমধ্যে টাটারা স্টারবাকস ক্যাফে, টেটলি টি, এইট ও’ ক্লক কফি, সোলফুল সিরিয়াল, ইত্যাদি অপারেট করছে। এছাড়া NourishCo-এর অধীনে Tata Consumer-এর নিজস্ব বোতলজাত জলের ব্যবসা রয়েছে, কিন্তু বিসলেরির সামনে তার পরিধি অত্যন্ত কম।

এদিকে বিসলেরি সারা ভারতে ১৫০রও বেশি ফ্যাক্টরি রয়েছে। সাথে পরিবহনের জন্য প্রয়োজনীয় ৫,০০০ ট্রাক এবং ৪,০০০ কর্মচারীদের সহ বিরাট নেটওয়ার্ক রয়েছে। মিনারেল ওয়াটার ছাড়াও বিসলেরি ইন্টারন্যাশনাল, প্রিমিয়াম বেদিকা হিমালয়ান স্প্রিং ওয়াটারও বিক্রি করে। সেইসাথে গ্রাহকদের কাছে সরাসরি পণ্য সরবরাহ করার জন্য বিসলেরির নিজস্ব অ্যাপও রয়েছে। Bisleri@Doorstep এ গিয়েও আপনি বিসলেরির ডেলিভারি পেতে পারেন।

bisleri

তবে টাটা গ্রুপের সাথে শেয়ার বিক্রির আলোচনা করতে গিয়ে বিসলেরির মালিক রমেশ চৌহান জানান যে, এর আগে নেসলে এবং ড্যানোনও শেয়ার কেনার চেষ্টা করেছিল। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যদি শেয়ার বিক্রি করেন তাহলে কোনো ভারতীয় কোম্পানিকেই করবেন। এবার টাটাদের শেয়ার বিক্রি করে তার সেই স্বপ্ন সাকার হবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button