ভারতের পর এবার ভাগ্য খুলল এই দেশের! খোঁজ মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম ভান্ডারের

কিছু সময় আগেই জম্মু কাশ্মীরের রিয়াসিতে খোঁজ মিলেছে লিথিয়ামের। বিরাট ভাঁড়ার সম্পর্কে জানতে পারা গিয়েছে। সেখানে ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুদ রয়েছে বলেও জানায় GSI (Geological Survey Of India)। এবার ভারতের এক পড়শী দেশেও লিথিয়ামের
বিরাট খনির খোঁজ পাওয়া গেল।

সম্প্রতি খনিজতেলসমৃদ্ধ দেশ ইরান দাবী করেছে যে, তারা দেশের পশ্চিম প্রান্তে লিথিয়ামের বিশাল ভান্ডার আবিষ্কার করেছে। ঘটনা সম্পর্কে ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রকের আধিকারিক মোহাম্মদ হাদি আহমাদি দাবি করেন যে, প্রথমবারের মতো হামেদানে লিথিয়াম পাওয়া গিয়েছে।

যেখানে ভারতের ৫৯ লক্ষ টন লিথিয়াম আবিষ্কার হয়েছে, সেখানে ইরানে ৮৫ লক্ষ টন লিথিয়ামের খোঁজ পাওয়া গিয়েছে! অর্থাৎ বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি লিথিয়াম মজুদ রয়েছে ইরানে। পয়লা নম্বর স্থানে রয়েছে চিলি। সেখানে ৯২ লক্ষ টন লিথিয়াম মজুদ রয়েছে।

প্রসঙ্গত লিথিয়ামকে “সাদা সোনা”-ও বলা হয়। কয়েক বছর ধরে, বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার সাথে লিথিয়ামের বেশ ঘাটতি ছিল। যেকারণে লিথিয়ামের দাম ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। এবার ইরানে লিথিয়ামের সন্ধান পাওয়ার দাবি সত্য হলে সেটি সারাবিশ্বের জন্যই বড় সুখবর হিসেবে বিবেচিত হবে।

অনেক বিশেষজ্ঞ লিথিয়ামকে আবার “Oil of the 21st century”-ও বলে থাকেন। এবার সারাবিশ্বে বেশ খানিকটা লিথিয়ামের খোঁজ পাওয়ায় আগামী সময়ে যে লিথিয়ামের দাম কমবে সেই নিয়ে আশা রাখছেন অনেকে। চলতি বছর থেকে আবার লিথিয়ামের সরবরাহ ৩৪ শতাংশ বাড়তেও পারে বলে মনে করা হচ্ছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button