ভারতীয় শিবির যেন হাসপাতাল! হার্দিকের পর চোটগ্রস্ত আরও তিন মারাত্মক প্লেয়ার, চরম চিন্তায় BCCI

আজ রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষে বিশ্বকাপের বড় ম্যাচ খেলবে ভারতীয় দল (India national cricket team)। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ইনজুরির কারণে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট আগে থেকেই টেনশনে ছিল। এবার একই সঙ্গে আরও দু’জন খেলোয়াড়কে নিয়ে উদ্বেগের খবর প্রকাশ্যে এসেছে।

   

সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, শনিবার অনুশীলনের সময় কব্জিতে আঘাত পেয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। একই সঙ্গে ভারতের উইকেটরক্ষক ও ওপেনিং অপশন ইশান কিষাণকে (Ishan Kishan) নিয়েও দুঃসংবাদ সামনে এসেছে। সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলন করার সময় বলটি সূর্যের কব্জিতে আঘাত করে। এর পরেই ব্যথা অনুভব করতে শুরু করেন সূর্য। যার যেতে তাঁকে মাঠ ছাড়তে হয়। শেষ পর্যন্ত অনুশীলন সেশন থেকেও বেরিয়ে যেতে হয় সূর্যকুমার যাদবকে। এর কিছুক্ষণ পরেই খবর ছড়িয়ে পড়ে যে টিম ইন্ডিয়ার আরও একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইশান কিষাণের মাথার নীচের অংশে একটি মৌমাছি কামড়েছে। যার ফলে ইশানকেও তৎক্ষণাৎ অনুশীলন ছেড়ে উঠে যেতে হয়েছিল। তবে ইশান কিষাণ সুস্থ আছেন বলে রিপোর্টে সেটাও জানানো হয়েছে।

সূর্যকুমার যাদবের চোটের খবর পাওয়ার পরপরই সংবাদমাধ্যমের খবরে জানা যায়, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। চোট গুরুতর না হওয়ায় আপাতত এক্স-রে বা স্ক্যানের দরকার হবে না বলেও জানা গিয়েছে। এ-ও প্রকাশ্যে এসেছে, চোটের ওপর আইস প্যাক ও কিছু ওষুধ খেয়ে স্বস্তি পেয়েছিলেন সূর্য। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক আপডেটের অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। অনেকের ধারণা, বর্তমানে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে দেখা হচ্ছে সূর্যকুমার যাদবকে।

এছাড়াও বর্তমানে ভারতীয় দলের নির্ভরযোগ্য প্লেয়ার তথা রোহিত শর্মার মোক্ষম অস্ত্র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও আহত হওয়ার খবর মিলছে। তবে বিসিসিআই (Board of Control for Cricket in India) সূত্র জানিয়েছে যে, এই আঘাত নিয়ে চিন্তার কোনও কারণ নেই। জাদেজা সামান্য চোট পেয়েছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর এই চোট কোনও প্রভাব ফেলবে না।

ravindra jadeja 1ewfdqe

টিম ইন্ডিয়ার স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (চোটের কবলে রয়েছেন)।