টাটা গ্রুপের হাতে Air India দেওয়ার পর এই দুটি কোম্পানি বিক্রি করছে সরকার, শুরু হল প্রক্রিয়া

সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে আরো দুটি কোম্পানিকে বেসরকারী হাতে দেওয়ার। জানা যাচ্ছে যে, এয়ার ইন্ডিয়া টাটাদের (Tata Group) দ্বারা অধিগ্রহনের পর এবার এয়ার ইন্ডিয়ার দুই সহায়ক সংস্থা AIASL(Air India Airport Services Limited) এবং AIESL (Air India Engineering Services Limited)-এর বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করেছে সরকার।
কেন্দ্র সরকারের এক আধিকারিক বলেন যে, বিনিয়োগ এবং পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ (DIPAM) AIASL এবং AIESL-এ বিনিয়োগকারীদের আগ্রহ নিশ্চিত করার জন্য মিটিং এবং রোড শো শুরু করেছে। আমরা শীঘ্রই আগ্রহী দরপ্ৰাপকদের কাছ থেকে EOI-এর আমন্ত্রণ জানাব।”
সরকার যে এই প্রক্রিয়াতে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে তাতে কোন সন্দেহ নাই। কয়েকদিন আগেই ঋণের দায়ে বেহাল হয়ে পড়া এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেয় সরকার। টাটা গ্রুপ সেই চুক্তির জন্য সরকারকে ১৮,০০০ কোটি টাকা দেয়। সরকার জানুয়ারিতে এয়ার ইন্ডিয়াকে টাটাদের হাতে তুলে দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলে।
যদিও টাটাদের সেই চুক্তির কোথাও এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIASL), এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL), অ্যালায়েন্স এয়ার এভিয়েশন লিমিটেড (AAAL) এবং হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (HCI) এর হস্তান্তর নিয়ে কোনো কথা থাকেনি। তাই এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থাগুলির পৃথক বেসরকারীকরণ হবে এবার।
সরকার কী জানিয়েছে : সরকার জানিয়েছে যে, ১৫ হাজার কোটি টাকার সাবসিডিয়ারি এবং নন-কোর অ্যাসেটগুলোক সম্মিলিত করে একটি SPV এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেড (AIAHL)-এ স্থানান্তরিত করা হয়েছে। সরকার জানায় পরবর্তীকালে এই অ্যাসেটগুলো বিক্রি করা হতে পারে। আর সেই কারণে বিনিয়োগকারীদের একটি বৈঠকেরও আয়োজন করেন তারা।
তবে সরকারের এই পদক্ষেপ যে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তার কোনো মানে নেই। বেসরকারিকরণ নিয়ে একাধিক জায়গায় চলেছে বিক্ষোভ। একাধিক ব্যাংক এবং নন প্রফিট অ্যাসেট গুলোর বেসরকারীকরণের কথা ভাবছে সরকার। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ইতিমধ্যেই দুই ব্যাংক-কে বেসরকারিকরণের পথে চূড়ান্ত পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে।