আদানির পর মুখ থুবড়ে পড়লেন আরেক ব্যবসায়ী! এ বছর জলে ডুবল কোটি কোটি টাকা

গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে আমেরিকান কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকেই অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এমনকি প্রথম ২৫ শীর্ষ ধনী ব্যক্তির তালিকা থেকেও বাদ চলে যান। যদিও তিনি কামব্যাক করেছেন দূর্দান্তভাবে। কিন্তু আরেক ভারতীয় বিলিয়নিয়ারের দুঃসময় শুরু হয়েছে।

   

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, বিখ্যাত ভারতীয় বিলিয়নিয়ার রাধাকিশান দামানির (Radhakishan Damani) মোট সম্পদ ২.৬১ বিলিয়ন ডলার সম্পদ কমেছে। মাত্র ১ বছরে এত পরিমাণ সম্পদ কমে গিয়েছে তার। বর্তমানে তার মোট ১৬.৭ বিলিয়ন ডলার সম্পদ রয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় রাধাকিশান দামানি রয়েছেন ৯৮ তম স্থানে। সূচকটি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের দৈনিক র‌্যাঙ্কিং প্রকাশ করে। নিউইয়র্কে অবস্থিত কোম্পানিটি প্রতিদিন পরিসংখ্যান আপডেট করে।

জানিয়ে রাখি রাধাকিশান দামানি, এভিনিউ সুপারমার্টের মালিক। যার DMart নামে একটি দেশব্যাপী খুচরা চেইন রয়েছে। সারাভারত জুড়ে মোট ২০০ এরও বেশী স্টোর রয়েছে তাদের। তবে ব্যবসা ছাড়াও তিনি এখন খুবই বিখ্যাত বিনিয়োগকারী।

রাধাকিশান দামানি শেয়ারবাজারে বিনিয়োগ করে কোটি কোটি টাকা আয় করেছেন। তাকে ভারতের অন্যতম সফল বিনিয়োগকারী বলা হয়ে থাকে। রাধারকিশান দামানি তার বিনিয়োগ সংস্থা ব্রাইট স্টার ইনভেস্টমেন্টের মাধ্যমে নিজের পোর্টফোলিও পরিচালনা করেন।

radhakishan damani

অনেকেই হয়তো জানেন না, কিন্তু রাধাকিশান দামানিকে প্রয়াত বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার পরামর্শদাতাও বলা হয়। ২০০০ সালে স্টক মার্কেট থেকে বেরিয়ে আসেন নিজের ব্যবসার জন্য। এরপর ২০০২ সালে নাভি মুম্বাইতে প্রথম ডি-মার্ট স্টোর খোলেন।