গ্যাস সিলিন্ডার অতীত, এবার এত টাকা কমবে পেট্রল-ডিজেলের দাম! বড়সড় ইঙ্গিত কেন্দ্রের

রান্নার গ্যাসের (Gas Cylinder) দাম ২০০ টাকা কমিয়ে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এহেন মুদ্রাস্ফীতির বাজারে এই গ্যাসের (Liquefied petroleum gas) দাম কমিয়ে ইতিমধ্যে দেশের বহু মানুষের বাহবা কুড়োচ্ছে সরকার। প্রশ্ন উঠছে, গ্যাসের পর কি এবার জ্বালানি পেট্রল (Petrol), ডিজেলের (Diesel Fuel) দামও কমবে?

এই বিষয়ে কীই বা ভাবনা চিন্তা করছে সরকার? অবশেষে এই প্রসঙ্গে মন্তব্য করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সন্ধ্যায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। ৩০ শে আগস্ট অর্থাৎ রাখীবন্ধনের দিন থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে এ নিয়ে সরকারকে নিশানা করছে বিরোধী জোট। বিরোধীদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। বিরোধী দলগুলির উচিত বিনামূল্যের সংস্কৃতি থেকে দূরে থাকা।

তিনি বলেন, “বিরোধীদের ব্যাপারে আমি তাদের একটা বার্তা দেব। সেটা কংগ্রেস সভাপতি খাড়গে হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের ওপর দু’বার সেস কমিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলি তাদের ভ্যাট কমিয়েছে, তাহলে আপনারা ভ্যাট কেন কমালেন না? অ-বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট কমাচ্ছেন না কেন?”

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘বিরোধীরা আগে নিজেদের দেশের ভেতরের দিকে তাকাও। পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতে দুই বছর ধরে দাম কমেছে পেট্রোল-ডিজেলের। আর বাড়ানো হয়নি। বছরখানেক আগেই পেট্রোলে ৮ টাকা ও ডিজ়েলে ৬ টাকা শুল্ক কমেছিল। তারপর একবছর আর পেট্রপণ্যের দাম কমেনি।‘

তবে, বিশেষজ্ঞদের মতে লোকসভা নির্বাচনের আগে একধাক্কায় পেট্রল-ডিজেলের দাম অনেকটাই কমাতে পারে কেন্দ্র। বলে রাখা ভালো যে, বিরোধীদের একের পর এক ‘বিনামূল্যে” দেওয়ার প্রতিশ্রুতির পাল্টা এই পন্থাই অবলম্বন করতে চলেছে কেন্দ্র। বর্তমানে দেশে পেট্রল-ডিজেলের দাম ১০০ টাকা পার করেছে। সূত্র মতে লোকসভা নির্বাচনের আগে ৮০ টাকার মধ্যে এই দাম আনতে পারে কেন্দ্র। আর এমন কিছু হলে যে, আপামর দেশবাসীরই লাভ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।