‘ওকে লোকের সামনেও আদর করতে পারি”, দেবশ্রীর পর এবার রচনাকে নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

বাংলা সিনেমা (Bangla Cinema) ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের (Uttam Kumar) পর সবচেয়ে বেশি সাকসেসফুল নায়ক তিনি। না, নায়ক বললে অবশ্যই ভুল বলা হয়, তিনি নিজেই একটা গোটা ইন্ডাস্ট্রি। বুঝতে পারছেন না কর কথা বলছি? আমরা আজ প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee) কথা বলছি।
একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন তিনি। তবে প্রসেনজিৎ-র হিট সমস্ত সিনেমাতে বেশিরভাগ ক্ষেত্রেই নায়িকার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। দুজনের মধ্যেকার রসায়ন দর্শকদের চুম্বকের মত আকৃষ্ট করে নিয়ে যায় সিনেমা হলে। একসাথে বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন বহু মেগা হিট ছবি।
টলিউডে প্রসেনজিৎ এবং রচনা একসাথে কাজ করেছেন সেটারও বহু বছর হয়ে গেল। কিন্তু বাংলার মানুষের মধ্যে আজও আগের মতোই জনপ্রিয় হয়ে রয়েছেন এই দুই তারকা। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এসেছে অজস্র নতুন জুটি। কিন্তু তাদের কেমিস্ট্রি এখনো আগের মতই হিট।
বড়পর্দায় দুজনার রসায়ন দেখে চোখ জুড়িয়েছিল বাঙালি। আর এতদিন পরেও তাদের দু’জনার রসায়ন যে আগের মতোই রয়েছে সেকথার প্রমাণ মিলল এক সাক্ষাৎকার থেকে। সম্প্রতি দুজনে এক সাক্ষাৎকারে নিজেদের মধ্যেকার রসায়ন তুলে আনলেন।
একান্ত আলাপচারিতা চলার সময় দুজনে ভাগাভাগি করে নিলেন নানা রকমের গল্প। রচনা বলেন যে, “বুম্বাদা একা থাকলে আমি বিয়ে করতে চাইতাম!” আর তাই শুনে নিমেষে প্রসেনজিত উত্তর দেন, “আমি শুনে ব্লাশ করছি।” শুধু তাই না, রচনার সাথে তার সম্পর্কের রসায়ন সম্পর্কে আরও খোলাখুলি বলতে গিয়ে তিনি বলেন যে, “রচনাকে আমি লোকের সামনেও এ ভাবে আদর করতে পারি।” তাই শুনে রাঙা আলতার মতো লাল হয়ে গেলেন নায়িকা।