উৎসবের আবহে ডিএ-র (Dearness Allowance) বৃদ্ধি করে সকলকে চমকে দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রের এহেন সিদ্ধান্ত কয়েক লক্ষ সরকারী কর্মচারি (Employee) আগামী দিনে অনেক লাভবান হতে চলেছেন বলে খবর। এরই মাঝে এবার পেনশন গ্রাহকদের জন্য বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
কেন্দ্রের এই এক সিদ্ধান্ত অনেকের ভাগ্য বদলে যাবে বলে মনে করছে বিশিষ্ট মহল। কী রকম পরিবর্তন ঘটাতে পারে সরকার? পুরনো পেনশন স্কিম (Old Pension Scheme) পুনরুদ্ধারের জন্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল। এদিকে জানা গেছে, চলতি বছরের শেষের দিকে জাতীয় পেনশন স্কিমে (NPS) পরিবর্তন আনতে পারে কেন্দ্রীয় সরকার। এই সংশোধনীর পর কর্মচারীদের অবসরের শেষ দিনে প্রাপ্ত বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পেনশন হিসেবে দেওয়া নিশ্চিত করা হবে।
এক রিপোর্ট অনুযায়ী, নতুন এই পরিকল্পনার কথা ভাবছে সরকার। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনও অবধি জারি করা হয়নি। বছর ঘুরলেই লোকসভা ভোট হতে পারে বলে খবর। এদিকে এই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার। বর্তমানে পেনশনের বিষয়টি পুরোপুরি প্রাধান্য পেয়েছে। গত কয়েকদিনে অনেক অ-বিজেপি শাসিত রাজ্য সরকার ওল্ড পেনশন স্কিম (ওপিএস) চালু করেছে।
আপাতত নয়া পেনশন প্রকল্পের ক্ষেত্রে কর্মচারীদের ১০ শতাংশ দিতে হয়। সরকার দেয় ১৪ শতাংশ। পুরনো পেনশনের প্রকল্পের ক্ষেত্রে সেরকম কোনও বিষয় নেই। পুরনো পেনশন স্কিমের আওতায় কর্মচারীদের শেষ বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার বিধান রয়েছে। রাজস্থান, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড় এবং ঝাড়খন্ডে পুরানো পেনশন স্কিমটি পুনরুদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করেছেন যে এর ফলে রাজ্য সরকারগুলি দেউলিয়া হয়ে যেতে পারে।