খুশির হাওয়া গোটা উত্তরপূর্বে! ১০০ বছর পর এই রাজ্যকে আরও একটি উপহার দিল ভারতীয় রেল

উত্তর পূর্ব ভারতের মানুষকে একটি বিশেষ উপহার দিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। শুক্রবার নাগাল্যান্ডের শুখোভিতে শুরু হয়ে গেছে রেলপথ। প্রায় ১০০ বছর পর আরো একটি নতুন রেল স্টেশন পেলো এই রাজ্যের মানুষ। স্বাধীনতার ৭৬ তম বছরে এর চেয়ে ভালো আর কিইবা হতে পারে এই রাজ্যের মানুষের কাছে।
জানা গিয়েছে, শুক্রবার থেকে নাগাল্যান্ডের শুখোভিতে নতুন ট্রেন পরিষেবা শুরু করেছে রেল। রাজ্যের মূখ্য বাণিজ্যকেন্দ্রের কেন্দ্রস্থলে অবস্থিত ডিমাপুর রেলওয়ে স্টেশনটির উদ্বোধন হয়েছিলো ১৯০৩ সালে। ফলে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নাগাল্যান্ডের মানুষজন। শুক্রবার শুখোভি রেলওয়ে স্টেশন থেকে ডোনি পোলো এক্সপ্রেসের পরীক্ষামূলক ট্রায়াল সফলভাবে আয়োজন করল ভারতীয় রেল।
মূখ্যমন্ত্রী নিফিও রিও উপস্থিত ছিলেন এইদিন। তার হাত ধরেই হলো শুভ সূচনা। আগে এই ট্রেন অসমের গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের নাহারলাগুন পর্যন্ত চলত, এখন সেটিকে ডিমাপুর থেকে কয়েক কিলোমিটার এগিয়ে শুখোভি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুকোভি রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের রুট সম্প্রসারণের ফলে বিরাট সুবিধা পাবেন নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এর মানুষরা। সরাসরি ট্রেন পরিষেবার সাথে সংযুক্ত হবে রাজ্য দুটি। ফলে অর্থনীতি, পর্যটন, সামাজিক পরিকাঠামো সবটারই সার্বিক উন্নতি হবে ওই রাজ্যদুটির।
সম্প্রতি একটি টুইটের মাধ্যমে রাজ্যবাসীকে এই ঐতিহাসিক দিনের শুভেচ্ছা জানিয়েছেন মূখ্যমন্ত্রী নিফিও রিও। টুইটে তিনি লিখেছেন, ‘রাজ্যের ধানসারি-শুখোভি টার্মিনাল প্রায় ১০০ বছর পর দ্বিতীয় রেল স্টেশন পেয়েছে। পাশাপাশি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত বলেছেন যে, ‘এটি ভারতীয় রেলওয়ে এবং এনএফআরের জন্য একটি গর্বের মুহূর্ত’। পাশাপাশি এইদিন নাগাল্যান্ডবাসীর উচ্ছ্বাস ছিলো দেখার মতো।
আসলে উত্তর-পূর্ব রাজ্যগুলির মানুষের দূর্দশার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। শুধু এটাই নয়, এর পর আরো বেশ কয়েকটি রেল চালু করার কথাও ঘোষণা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। জানিয়ে রাখি, এই ট্রেনে ভ্রমন করতে হলে আপনাকে আগে রিজার্ভেশন করতে হবে। এই সম্পর্কে আরও তথ্যের জন্য enquiry.indianrail.gov.in এই ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন।