সঙ্গীর খোঁজে পালায় কচ্ছপ, দ্রুতগামী ট্রেনের সঙ্গে লাগে ধাক্কা! তারপরই ঘটল ‘অলৌকিক’ ঘটনা

পৃথিবীতে দীর্ঘজীবী প্রাণী হলো কচ্ছপ (Turtle)। একটি কচ্ছপের যা গড় আয়ু তা অন্যান্য প্রাণীর মোট আয়ুর থেকেও অনেকটা বেশী। একটি কচ্ছপ অন্তত ১৫০ থেকে ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। আর একই সময়ে কচ্ছপ খুবই নিরীহ এবং ধীর গতিতে চলা প্রাণী। কিন্তু প্রকৃতি তাদের এমন গুণাবলী দিয়েছে যার কারণে অন্যান্য প্রাণী সহজে তার শিকার করতে পারেনা। সুদূর মার্কিন মুলুক থেকে এই কচ্ছপ নিয়েই এক দারুণ খবর প্রকাশ্যে এসেছে।
আমেরিকাতে এক কচ্ছপের সাথে ধাক্কা হয় এক দ্রুতগামী ট্রেনের। কিন্তু তারপর যা হয় সেটা কোনো অলৌকিক ঘটনা থেকে কম কিছু ছিল না। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এক আফ্রিকান কচ্ছপ রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিল। তার বাসস্থান থেকে প্রায় আধা মাইল দূরে সোয়ালো অ্যাকোয়াটিক্সে ছিল সেটি। তখনই একটি ট্রেন এসে জোরে ধাক্কা দেয় কচ্ছপটিকে। ঘটনার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার। পরে রেল কর্মীরা সেখানে পৌঁছে কচ্ছপটিকে দেখতে পান।
এরপরের ঘটনা অলৌকিকের চেয়ে কম কিছু ছিল না। কচ্ছপটির সাথে এত জোরে আঘাত এর পরেও তার কোনো ক্ষতি হয়নি। সামান্য একটু আঘাত অবশ্য ছিল। আর এই ঘটনার পরে গ্রেটার অ্যাংলিয়ার ট্রেনগুলিকে সতর্ক করে রেল। সাথে যাত্রীদেরও এই ঘটনার সম্পর্কে অবহিত করা হয়। আর এই ঘটনার জেরে কিছু সেদেশের কিছু ট্রেন অনেক লেট হয়ে যায়।
পরে অনেক খোঁজ করে তার মালিকের খোঁজ মেলে। জানা যায় কচ্ছপের নাম ক্লাইড। দীর্ঘদিন ধরে ক্লাইড বাড়িতেই ছিল, এবার সে চুপচাপ বাড়ি থেকে পালিয়ে যায়, যা সাধারণত হয় না। তার মালিকের বক্তব্য ছিল ‘ক্লাউড এখন অনেক বড় হয়ে যাওয়ায় সে এখন নিজের সঙ্গী খুঁজছে। সে এখন সেক্স এবং রোম্যান্স চায়, এই কারণে সে বাড়ি থেকে পালিয়ে যায়।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রেলওয়ে ইতিমধ্যেই এই ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। তারা জানায় যে, কচ্ছপটি আসলে ট্র্যাকেই ছিল। প্রথমে কয়েকজন কর্মী সেখানে পৌঁছে সেটি সরানোর চেষ্টা করলেও সেটি এত ভারী ছিল যে নড়াতে পারেননি তারা। পরে অনেক জন সাহায্য করলে পরে তাকে ট্র্যাক থেকে সরানো যায়।