বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল আফগান স্পিনাররা! ভেঙে ফেলল টিম ইন্ডিয়ার ১২ বছরের পুরনো রেকর্ড

বিশ্বকাপের (Cricket World Cup) এক আসরে সবচেয়ে বেশি ওভার করার বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তানের (Afghanistan) স্পিনাররা। ভারতে চলতি বিশ্বকাপে আফগান স্পিনাররা মোট ২৬৮.৫ ওভার বোলিং করে টিম ইন্ডিয়ার (India national cricket team) ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০১১ বিশ্বকাপে ভারতের স্পিনাররা মোট ২৫১ ওভার বোলিং করেছিলেন। চলতি বিশ্বকাপের কথা বলতে গেলে আফগানিস্তান ছাড়া অন্য কোনো দলের স্পিনাররা ২০০ ওভার বোলিং করতে পারেননি। ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের মধ্য এবারের বিশ্বকাপে আফগানিস্তানের যাত্রা শেষ হয়েছে। ৯ ম্যাচের মধ্যে ৪টিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।

   

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ওভার বোলিং করেছেন যে দেশের স্পিনাররা: 

২৬৮.৫ – আফগানিস্তান (২০২৩)
২৫১ – ভারত (২০১১)
২৩৩.১ – শ্রীলঙ্কা (২০০৩)
২২৩.২ – আফগানিস্তান (২০১৯)

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ইনিংসে স্পিনারদের ৪০ ওভার করার কীর্তি গড়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ ওভার বোলিং করে বিশ্বরেকর্ড গড়েন আফগানিস্তানের স্পিনাররা।

এক ম্যাচে স্পিনারদের দিয়ে করানো সবথেকে বেশি ওভার:

৪০ – আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, আহমেদাবাদ, ২০২৩
৩৯ – সংযুক্ত আরব আমিরশা বনাম নিউজিল্যান্ড, ফয়সালাবাদ, ১৯৯৬
৩৯ – জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, আহমেদাবাদ, ২০১১

afghanistan team

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আজমতউল্লাহ উমরজাইয়ের অপরাজিত ৯৭ রানের ইনিংসের ভিত্তিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৪ রান তোলে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে এই লক্ষ্য পূরণ করে। এক পর্যায়ে আফগান স্পিনাররা দক্ষিণ আফ্রিকার ওপর প্রভাব বিস্তার করলেও নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং করতে নেমে অপরাজিত ৭৬ রান করেন রাসি ভ্যান ডার ডুসেন।