মাথায় বাজ শ্রীলেখার! যা কল্পনাও করেনি কেউ, সেই আঁতকে ওঠার মতো ঘটনা ঘটল অভিনেত্রীর সঙ্গে

অশান্তির কালো ছায়া যেন সরতেই চাইছে না জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র (Sreelekha Mitra) ওপর থেকে। এমনিতেই বলা হয়, বিতর্ক যেখানে শ্রীলেখা সেখানে। গত কয়েকদিন ধরেই সময়টা মোটেই ভালো যাচ্ছে না অভিনেত্রী শ্রীলেখার। নিজের জন্মদিনটাও অভিনেত্রী ভালো করে কাটাতে পারেননি। এরপরে তাঁর সঙ্গে ঘটে গেল আরও এক ঘটনা।

যত সময় এগোচ্ছে প্রতারকরা আরও নতুন নতুন ভিন্ন পথ খুঁজে বের করার চেষ্টা করছে মানুষকে বোকা বানানোর জন্য। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে বহু মানুষ এমন রয়েছেন যিনি কিনা সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়েছেন। এবার এই তালিকায় আরও এক নতুন নাম যোগ হল, তিনি অন্য আর কেউ নন, তিনি হলেন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

এবার কিনা খোদ এই বাঙালি অভিনেত্রী সাইবার প্রতারণার ফাঁদে পা দিলেন। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া (Social  Media) পোস্ট মারফত নিজের অনুরাগীদের সেই কথা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল তার কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার scam হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সাবধান, দয়া করে কোনও অ্যাপ ডাউনলোড করবেন না বা না জেনে কোনও লিঙ্ক খুলতে যাবেন না।‘

অভিনেত্রী আরও লেখেন, ‘নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম এই ঘটনার পর থেকে তাও ভাববো না। বিস্তারিত জানতে চেও না, আর নিজের বোকামোর নিদর্শন দিতে চাই না। নিউজ মিডিয়া বিভিন্ন পোর্টালস অবধারিত শ্রীলেখার বোকামি নিয়ে নিউজ করবে, কোন আপত্তি নেই তাতে যদি মানুষের একটু উপকার হয়।‘

অভিনেত্রী জানান, ‘এরকম ইলেকট্রিসিটি বিল এর মেসেজ আসবে, confused হয়ে গিয়ে তুমি ফোন করবে তারপরে অ্যাপ ডাউনলোড করতে বলবে তারপরে কেলোকাকীর্তন।‘