‘তিনটে বিয়ে না থাকলে …” সিরিয়ালের TRP কমায় বিস্ফোরক সোনালি, দায় চাপালেন দর্শকদের ঘাড়ে

লম্বা বিরতি নিয়ে এবার বড়সড় চমক দিলেন টলিউডের নামী অভিনেত্রী (Actress) সোনালী চৌধুরী (Sonali Chowdhury)। আবারও অভিনেত্রীকে দেখা যাবে টিভির পর্দায়। যারপর থেকে অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। যদিও কাহিনীতে রয়েছে একটু ট্যুইস্ট।

এবার অভিনেত্রী হয়ে নয়, সোনালি ফিরছেন সঞ্চালিকার ভূমিকায়। এবার তাকে দেখা যাবে সান বাংলায়। টেলিভিশন চ্যানেলগুলি বরাবরই নতুন কিছু করার পথে হাটে, ফলে এবার বিশেষ উদ্যোগ নিল সান বাংলা। এবার এই চ্যানেলেও দেখা যাবে এক নন ফিকশন শো, যার নাম ‘বাংলা মেলোডি’। ইতিমধ্যে এই শো-এর কিছু ঝলক প্রকাশ্যে এসেছে।

যেখানে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী সোনালি চৌধুরীকে। সান বাংলার এই বিশেষ প্রোগ্রামে গান গাইবেন প্রতিযোগিরা। এই শোয়ে রবীন্দ্র সংগীত থেকে শুরু করে অতুলপ্রসাদের, শ্যামা সঙ্গীত, আধুনিক, নজরুল গীতি, লোক সঙ্গীত সহ সব ধরনেরই গান থাকবে বলে খবর। আর এই শোয়ের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সোনালী।

সম্প্রতি মাকে হারিয়ে অভিনয় থেকে কিছুটা নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী যদিও তার কথায় এবার ফেরার পালা। নতুন শো প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘এটা মূলত গান তৈরির গল্প, প্রত্যেক গান তৈরির পিছনে কোনও গল্প থাকে, শিল্পীদের গান যাপনের গল্প থাকবে। সঞ্চালনা করতে আমার বরাবরই ভাল লাগে। এর আগে অনেক অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি। তবে গান নিয়ে এই প্রথম। গানের জগতে প্রতিষ্ঠিত শিল্পীরা আসছেন, তাঁদের সঙ্গে গল্প করছি, এটা একটা দারুণ অভিজ্ঞতা।’

অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছিল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে। ‘হাতেখড়ি’, এবং ‘রক্তপাত’ নামের দুটি ছবিতে তিনি অভিনয় করেছেন তিনি। ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়াল হঠাৎ কেন বন্ধ হয়ে গিয়েছিল? এই প্রসঙ্গে দর্শকদের নিশানা করে সোনালি বলেন,  ‘শাশুড়ি-বৌমা ঝগড়া, কুটকাচালি, এই ধরনের কনটেন্ট বদলানো উচিত কিনা তা নির্মাতারা বুঝবেন। কিন্তু অন্য স্বাদের ধারাবাহিকের কথা যদি বলি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি তো অন্যস্বাদের ধারাবাহিক ছিল, সেখানে কোনও কূটকচালি ছিল না, কোনও তিনটে বউয়ের গল্প ছিল না কিন্তু টিআরপি (Target rating point) কমের কারণেই বন্ধ হয়ে গেল। টিআরপি দেখলে বোঝা যায় দর্শক ঐ সব কূটকচালি দেখতেই ভালোবাসে। যদি সেটা না হত, তাহলে আজও বোধিসত্ত্ব চলত।’