‘প্রসেনজিৎ ভীতু”, বুম্বাদার হাটে হাঁড়ি ভাঙলেন রচনা! বড়সড় তথ্য ফাঁস অভিনেত্রীর

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জীবনের একটা বিরাট রহস্য ফাঁস করে দিলেন জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’র কী এমন সিক্রেট আছে যা ফাঁস করেছেন রচনা? গোটা বিষয়টি জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।

আপনারা যদি জি বাংলার প্রতিদিনের দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে ২০১৭ সালে একটি শো হত চ্যানেলে। যার নাম ছিল ‘অপুর সংসার।‘ এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত বিখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। সেই শোতেই একবার অতিথি হিসেবে এসেছিলেন রচনা।

এই শো-তে শাশ্বতকে বাংলা ইন্ডাস্ট্রি, বিশেষ করে অভিনেতা প্রসেনজিৎকে নিয়ে রচনাকে প্রশ্ন করতে শোনা যায়। আপনি হয়তো শুনলে অবাক হবেন, রচনা জানিয়েছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুবই ভীতু একজন মানুষ।

রচনা বলেন, ‘দর্শক যতই পর্দায় একজন দাপুটে অভিনেতা হিসেবে প্রসেনজিৎকে দেখুন, কিন্তু বাস্তবে তিনি একজন ভীতু মানুষ। বিশেষ করে গাড়ি চালানোর সময় তিনি খুব বেশি সতর্ক হয়ে পড়েন। রাস্তায় তার গাড়ির স্পিড থাকে খুবই কমের দিকে।

rachna prosenjit

এদিকে রচনার কথা স্বীকারও করে নিয়েছে সঞ্চালক শাশ্বত। রচনার কথায় সায় দেন শাশ্বতও। অভিনেত্রী রচনা এখানেই থেমে থাকেননি। তিনি শাশ্বতকে জানান, একবার তারা (প্রসেনজিত ও রচনা) একটি জায়গাতে শো করতে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই প্রসেনজিত একজন জনপ্রিয় অভিনেতা। তাকে দেখবেন বলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল সেখানে। কিন্তু প্রসেনজিৎ এতটাই ভয় পেয়েছিলেন যে এক জায়গাতে জড়োসড়ো হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা। সেই সঙ্গে তিনি অর্পিতা চট্টোপাধ্যায়কেও আটকে রেখেছিলেন বেরোতে দিচ্ছিলেন না সেই ভিড়ের মাঝে বলে জানান রচনা। এরপরেই সকলেই হেঁসে ওঠেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button