‘এর থেকে কার্টুন দেখা ভাল!” বাংলা টিভি শো নিয়ে চরম অসন্তোষ প্রকাশ অভিনেত্রী লিলি চক্রবর্তীর

বাংলা বিনোদনের জগৎ ধরে রেখেছে বিভিন্ন বাংলা ধারাবাহিক (Television show)। একটা সময় প্রবল জনপ্রিয় হয়ে ওঠে বাংলা ধারাবাহিক। এমনও হয়েছে যে, কোনো কোনো ধারাবহিক ৪-৫ বছর চলেছে। কিন্ত বর্তমানের বেশিরভাগ ধারাবাহিক ১ বছর চললেও সেটা বড় কৃতিত্ব। কয়েক মাসেরমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো।

বাংলা ধারাবাহিকের মান যে পড়ে গিয়েছে সেকথা আর বলার অপেক্ষা রাখেনা। দর্শকদের মন ছুঁতে ব্যর্থ হচ্ছে তারা। আর তাই নিয়ে মুখ খুলেছেন লিলি চক্রবর্তী (Lily Chakravarty)। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘নিম ফুলের মধু’র (Neem Phuler Madhu) ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

nim fuler modhu

আজ বহু বছর ধরে বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। লিলি চক্রবর্তী অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়দের সাথেও। আগে বড়পর্দায় অভিনয় করলেও এখন ছোট পর্দায় বেশি দেখা যায়। “নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজন এবং পর্ণার ঠাকুমার ভূমিকায় তাকে দেখা যায়।

এতবছর বাংলা ধারাবাহিকে অভিনয় করার পর এক বিস্ফোরক কমেন্ট করেছেন তিনি। তার কথায় বাংলা সিরিয়াল দেখার থেকে কার্টুন দেখা ভাল। এক সংবাদমাধ্যমকে খোলাখুলি জবাব দিয়েছেন তিনি। ৮১ বছর বয়সী অভিনেত্রী তার ৬২ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতায় অনেক বড় বড় অভিনেতার সান্নিধ্যে এসেছেন।

1608178028 5fdad96cbc3a7 celebs

বাংলা ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ ‘ভানু পেল লটারি’ ছবির মাধ্যমে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রসঙ্গত, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের প্রথম এপিসোডে তার জলে ডুবে যাওয়ার দৃশ্য ছিল। এবার সাঁতার না জেনে ডুবে যাওয়ার দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন তিনি। জানান যে, বেশ ভয় পেয়েছিলেন অভিনয় করার সময়।