কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ! ঘোর বিপাকে নুসরত জাহান, বিরাট পদক্ষেপ নিল ED

ফ্ল্যাট কেনা বেচা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল শাসকদলের সাংসদ তথা টলিউডের নামী অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিরুদ্ধে। এই ফ্ল্যাট প্রতারণার অভিযোগকে ঘিরে সর্বত্র বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। এবার এই ইস্যুতে বড় পদক্ষেপ নিল ইডি (Enforcement Directorate)। ফ্ল্যাট বিক্রিতে ২০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল নুসরত জাহানের বিরুদ্ধে। এবার বসিরহাটের এই তৃণমূল সাংসদকে সমন পাঠালো এন ED।

ইডি সূত্রে খবর, আগামী মঙ্গলবার তাকে সিজিএও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সহজ ভাবে প্রশ্ন উঠছে দুর্নীতি প্রমাণ হলে তাহলে কি জেলে যেতে হবে নুসরত জাহানকে?

নুসরত জাহান সেভেনথ সেন্সাস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের একসময় ডিরেক্টর ছিলেন। এই পদে থাকার সময় নুসরত জাহান নাকি কোটি কোটি টাকার প্রতারণা করেছিলেন বহু মানুষের সঙ্গে বলে অভিযোগ। যদিও সম্প্রতি প্রেস ক্লাবে বসে তিনি জানিয়েছিলেন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। বর্তমানে তিনি সেভেন্থ সেন্সাস ইনফ্রাকচার প্রাইভেট লিমিটেড ডিরেক্টরের পদে নেই।

এদিকে নুসরতের পাশাপাশি এই সংস্থার সিইও রাকেশ সিংকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকেও আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে ইডির ডাকে সাড়া কি দেবেন তৃণমূল সাংসদ?