পরিস্থিতি জেনে চোখে জল আসবে! মেয়েকে হারিয়ে এখন কেমন আছেন দীপঙ্কর, জানালেন স্ত্রী দোলন

সম্প্রতি নিজের বড় মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা (Actor) দীপঙ্কর দে (Deepankar De)। এই বয়সে এসে সন্তান শোক সামলানো মোটেই মুখের কথা নয়। বন্ধ রেখেছেন কাজ ঘরের মধ্যেই রয়েছেন সারাদিন। গত আগস্ট মাসে নিজের বড় মেয়ে বৈশালী কুরিয়াকোসকে হারান অভিনেতা দীপঙ্কর দে। মৃত্যুকালে তাঁর মেয়ের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। স্বাভাবিকভাবেই অভিনেতার এখানে চরম দুঃসময় পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তার স্ত্রী তথা অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। বর্তমানে কেমন আছেন অভিনেতা? তা জানালেন দোলন রায়। দীপঙ্কর রায়ের বর্তমান অবস্থার কথা শুনে চোখে জল আসবে আপনারও।

গত ৩১ আগস্ট অভিনেতার বড় মেয়ে বৈশালীকে হারান অভিনেতা দীপঙ্কর দে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাঁর মেয়ে। এদিকে অসুস্থ থাকার দরুণ তাঁকে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই অভিনেতার বড় মেয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর।

dipankar de

মেয়েকে হারিয়ে একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়েছেন দীপঙ্কর দে। এই প্রসঙ্গে তাঁর স্ত্রী দোলন রায় জানান, “মেয়েকে হারিয়ে স্বাভাবিকভাবেই কষ্টে রয়েছে ও। আমিও শ্যুটিং থেকে ছুটি পাচ্ছি না। আপাতত ও সিরিয়ালে কাজ করছে না। এই কদিন কোনও কাজ করেনি। বাড়িতেই থেকেছে। মানুষটাকে দেখে খারাপ লাগছে। ‘দাবাড়ু’-র শ্যুটিং শুরু হলে কাজের মধ্যে ডুবে থাকবে। তবু কিছুটা ভালো ওর জন্য। যদি কয়েকটা দিন ও একটু ঘুরে আসতে পারে তাহলে ভালোই হয়। আর তা ভেবেই আমি আর প্ল্যান বদল করিনি।”

পরিবার সূত্রে খবর, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৈশালী কুরিয়াকোস। তাঁর স্বামীর নাম অনিল কুরিয়াকোস। তিনিও অবশ্য এই বিনোদন দুনিয়ার সঙ্গেই যুক্ত। স্বাভাবিকভাবেই এরকম কিংবদন্তী অভিনেতার মেয়ের আকস্মিক প্রয়াণের খবর টলিউডেও শোকের ছায়া নেমে আসে। অভিনেতা জানান, ”বড়সড় হার্ট অ্যাটাক হয়। তাই আর শেষরক্ষা করা গেল না। এর থেকে বেশি আর কথা বলতে পারছি না এখন।”