রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) বাংলা চলচ্চিত্র দুনিয়ায় একটি জনপ্রিয় নাম ৮০-র দশক থেকে শুরু করে আজ ২০২৩ সালে দাঁড়িয়েও নিজের অভিনয়ে জাদুতে সকলকে মুগ্ধ করে রেখেছেন। আশির দশকে তিনি মেয়েদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। রঞ্জিত মল্লিকের মতন ওরকম সুপুরুষ অভিনেতা সেই সময় খুব কমই ছিলেন। বহু নামই অভিনেতা ও অভিনেত্রী সঙ্গে দাপিয়ে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। করেছিলেন বলে ভুল হয় এখনো তিনি সমান তালে সকলে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটিয়ে অভিনয় করছেন। তবে শুধু তিনিই নয় রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিকও (Koel Mallick) এখন বাংলা চলচ্চিত্র দুনিয়ায় এক জনপ্রিয় নাম। তিনিও কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র দুনিয়ায় রাজ করে চলেছেন। সিনেমা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ‘মিতিন মাসি’ খ্যাত কোয়েল।
এসবের মাঝে আবারো একবার শিরোনামে উঠে এলেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক তিনি হরিনাথ চক্রবর্তীর আসন্ন সিনেমা ‘তারকার মৃত্যু’তে অভিনয় করছেন। তিনি জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী ও পর্নো মিত্রের সঙ্গে। এই সিনেমাটি আগামী ২৯ শে সেপ্টেম্বর রিলিজ করবে। এই সিনেমাটি ক্রাইম থ্রিলারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। রঞ্জিত মল্লিককে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এদিকে নতুন করে এক চরিত্র পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অভিনেতা নিজে। এই সিনেমা একদম ভিন্ন স্বাদের হতে চলেছে বলে জানিয়েছেন খোদ অভিনেতা। এরকম চ্যালেঞ্জিং চরিত্রে আগে তিনি কোনওদিনই অভিনয় করেননি।
অভিনেতা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, একটা সময় যখন তিনি অভিনয় জীবন থেকে স্বেচ্ছায় দূরে ছিলেন সেই সময় হঠাৎ তাঁর ইচ্ছা হয় এমন এক ধরণের চরিত্র করার যা তিনি আগে কখনও করেননি। এরপর কোয়েল এমন এক কথা বলেন যা শুনে রঞ্জিত মল্লিক নিজের বন্ধু হরনাথ চক্রবর্তীর কাছে ছোটেন। এরপর সেখানেই একপ্রকার জন্ম হয় ‘তারকার মৃত্যু’ সিনেমার।
উল্লেখ্য, এখানে বলে রাখা ভালো, কোয়েলের প্রথম অভিনয় জীবন শুরু হয়েছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ সিনেমার হাত ধরে। তবে মেয়েকে কোনও আলাদা সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে মোটেই ছিলেন না অভিনেতা রঞ্জিত মল্লিক। নাটের গুরুর সময়ে হরনাথকে রঞ্জিত মল্লিক বলেছিলেন দুদিন তার অভিনয় দেখতে, যদি ভালো না পারে তাহলে যেন তিনি অন্য কাউকে অভিনেত্রী হিসেবে নিয়ে নেন। অভিনেতা বলেছেন ‘রঞ্জিত মল্লিকের মেয়ের সিনেমা দেখার কৌতূহল থেকে হলে মানুষ প্রথম দুটো সিনেমা দেখবে। তারপর তিন নম্বর সিনেমা দেখার জন্য মানুষকে হলে আনতে হলে নিজেকে প্রমাণ করতে হবে। তাও নিজের যোগ্যতায়।’ তবে বাপ কে বেটি হিসেবে নিজেকে প্রমাণিত করেন কোয়েল। হিট হয় তাঁর বেশ কিছু সিনেমা। যদিও সেই সময়ে রঞ্জিত মল্লিক বলেন, ‘একটা হিট মানেই তা কিন্তু আজীবন থেকে গেলো না!’