‘যত দিন যাচ্ছে তত ক্ষতি হচ্ছে … ” যুব সমাজকে পাঠ পড়ালেন মিঠুন

এক প্রজন্ম আগেও ছবিটা ছিল অন্যরকম। এখন যারা বৃদ্ধ তারা অনেক সময় বর্তমান প্রজন্মের সঙ্গে নিজেদের মিলিয়ে নিতে পারেন না। কেউ কেউ এই বিষয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কেউ-বা মানিয়ে নিয়েছেন সময়ের সঙ্গে।

তবে বিদগ্ধদের অনেকের অনুমান যত দিন যাচ্ছে তত ক্ষতি হচ্ছে সমাজের একটা অংশের। টেলিভিশন জগতের জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মঞ্চ থেকে এমনটাই বলতে শোনা গেল মহাগুরু মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। বর্তমান প্রজন্ম বিশেষ করে পড়ুয়াদের ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

নতুন প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে পাঠ্য বিষয়বস্তুতে কিছু পরিবর্তন করা দরকার বলেও মনে করেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের মতে দেশের অতীত বা ইতিহাস প্রসঙ্গে সকলেরই কম বেশি ওয়াকিবহাল হওয়া উচিত। এর জন্য দরকার ইতিহাস পাঠ। এখনকার সময় দাঁড়িয়ে মানুষ কতটা ইতিহাস সচেতন সে ব্যাপারে মহাগুরু সন্দিহান।

তিনি বলেছেন, “নতুন প্রজন্ম কী করছে? ওরা কিছুই জানতে চায় না। যে স্বাধীনতা আমরা পেয়েছি তাঁর মূল্য কতটা, এটা বোঝার বোধ ওদের নেই। আমার মনে হয় যদি নতুন প্রজন্মকে আরও বেশি করে পুশ করা যায়, এসব বিষয়ে শেখানো যায়, আরও বেশি করে জানানো যায়। তাহলে খুব ভাল হবে।” স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ছোট ছোট ছেলেমেয়েদের কি পড়ানো হবে সে ব্যাপারে আরেকটু মূল্যায়ন করা দরকার বলে তার ধারণা। মিঠুনের কথায়, “স্কুল এর ক্ষেত্রে বিষয় সামগ্রী একটু পাল্টানো উচিৎ। বাচ্চাদের জানানো উচিত আমাদের স্বাধীনতা সংগ্রামের কান্ডারী কারা। তাহলে আমার মনে হয় সমাজের একটা অন্য দিক সহজেই প্রকাশ পায়।”