তিনটে নয়, চারটে বিয়ে করেছেন প্রসেনজিৎ! বুম্বাদার ব্যক্তিগত জীবন নিয়ে খিল্লি দেব-র

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। না ঠিক সুপারস্টার বললে ভুল হবে তিনি নিজেই টলিউড ইন্ডাস্ট্রি। এতদিন ধরে মানুষ জানতো যে, তাদের প্রিয় বুম্বাদা জীবনে ৩টি বিয়ে করেছেন, কিন্তু হঠাৎ জানা যাচ্ছে যে না, তিনটে নয় চার চারটে বিয়ে করেছেন প্রসেনজিৎ! কিন্তু কে এই চতুর্থ স্ত্রী? কোথায় লুকিয়ে ছিলেন এতদিন?
ভাবছেন এতদিন তো ৩টে বিয়ের কথা শুনেছিলেন, চতুর্থ বিয়ে ঠিক কাকে করেছেন প্রসেনজিৎ! নাহ, আসলে টলি ইন্ডাস্ট্রির আরেক মহারথী দেব (Dev) এই ভুল করে বসেন। বুম্বাদার সামনের বলে দেন তিনটে নয়, ৪টে বিয়ে করেছেন প্রসেনজিৎ। এদিকে দেব তো বলে ফেলেই অপ্রস্তুত, কিন্তু তারপরই বুম্বাদা জানান যে, চারটে নয় তিনি তিনটেই বিয়ে করেছেন।
অনেকে অবশ্য এতদূর পরে ভেবে নিয়েছেন যে, এটা হয়তো কোনো সিনেমার গল্প। কিন্তু না, বাস্তবেই এমনটা হয়েছে। এদিকে প্রসেনজিৎ এর উত্তর শুনে দেব তখন বিরাট উচ্ছসিত। তবে হঠাৎ এই প্রসঙ্গ উঠল কেনো তাই ভাবছেন তো? চলুন আপনাদের তাহলে একটু খোলসা করেই বলছি।
বর্তমানে প্রসেনজিৎ নিজের ছবির প্রচার সেরে বাড়িতে বসে ক্লান্ত হয়ে চুপচাপ নিজের মোবাইলে আঙুল বোলাচ্ছিলেন। তারই মাঝে দাদা দাদা বলে অতি উৎসাহের সাথে ঢুকে পড়েন দেব। ঢুকেই দেব জানান যে, ‘একটা আইডিয়া পেয়েছি।’ প্রসেনজিত বিস্মিত হয়ে বলেন যে, আবার কিসের আইডিয়া? দেব প্রতি উত্তর দেন যে, প্রচারের জন্য কমেডি করতে হবে। তাও আবার স্ট্যান্ডআপ কমেডি। এদিকে প্রসেনজিৎ সাথে সাথেই সেই প্রস্তাব নাকচ করে দেন।
বুম্বাদা বলেন, স্ট্যান্ডআপ জানি না, সারাক্ষণ কানধরে সিটআপ করেছি, ওই কমেডিই করতে পারব। দেব সেখানে জানান যে, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেই লোক হাসবে। এই যেমন ধরো তোমার ৪ টি বিয়ে। সেখানেই একটু ভেবে, কর গুনে প্রসেনজিৎ বলেন ‘নাহ তিনটে’। দেব নিজেই তার ইনস্টাগ্রামে এই পোস্ট করেছেন। সাথে এবার ক্যাপশন রয়েছে ‘আপনারা তৈরি তো? কারণ, আমরা ভাবছি উনি হলেন…।’
View this post on Instagram
আসলে প্রসেনজিৎ আর দেবকে শীঘ্রই দেখা যাবে পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কাছের মানুষ’ ছবিতে। আর সেই ছবিরই জোরদার প্রচার চালাচ্ছেন দুজনে। আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পাবে তাদের ওই ছবি। পুজোর মরশুমের কেমন চলে সেই ছবি তাই এখন দেখার।