মিঠুনকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিতের! তুঙ্গে শোরগোল, বেজায় খাপ্পা মহাগুরুর ভক্তরা

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet) …টলিউডের গণ্যমান্য ব্যক্তি। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। যদিও দুজনের রাজনৈতিক দল একদম আলাদা। চিরঞ্জিত বর্তমানে তৃণমূল নেতা, অন্যদিকে মিঠুন বিজেপি নেতা। দুজনে যদিও বলেন, ‘রাজনীতি একদিকে, বন্ধুত্ব একদিকে।‘

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও দেব (Dev) অভিনীত বাংলা ছবি প্রজাপতি এখনো রমরমিয়ে ব্যবসা করে চলছে। কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে এখনও অবধি মাথা উঁচু করছে চলছে দেব-মিঠুন চক্রবর্তীর প্রজাপতি সিনেমা। এখনও বহু মানুষ বাবা-ছেলের টক ও মিষ্টি গল্প দেখতে হলমুখী হচ্ছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে মিঠুন-দেবকে এক পর্দায় দেখাটা হজম করতে পারছেন না চিরঞ্জিত।

তিনি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘মিঠুন চক্রবর্তী একজন মৃতপ্রায় স্টার, তাঁকে নতুন জীবন দেওয়া হচ্ছে, খরচ হচ্ছে দেবের, কিন্তু সাহায্যটা পাচ্ছে বিজেপি। প্রিন্সিপালি সেটা করা উচিত নয়। এই প্রবলেম তো থাকবেই, তাই আমি এই বিরুদ্ধে কথা বলব। দেবের জায়গায় আমি হলে কোনওদিনই মিঠুনকে কাস্ট করতাম না।‘

তৃণমূল নেতা আরও বলেন, ‘দেব বলছে ও সকালে নাকি তৃণমূলকে গালিগালাজ করেছে আর রাতে আমার বাড়ি এসে মাংস-ভাত খাচ্ছে। আমি এটা কখনই করব না।’ প্রসঙ্গত, ২০২২ সালে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর মধ্যে অন্যতম হল এই ‘প্রজাপতি’। দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ গত ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

chiranjeet 1613746975411 1613746989931 1617532416958

এখনও বহু সিনেমাহলে ছবিটি চলছে। হল কর্তৃপক্ষরা জানাচ্ছেন, দর্শকরা দেখতে চাইছেন বলেই ছবিটি চালানো হচ্ছে। বক্স অফিস রিপোর্ট বলছে, ‘এই ছবিটি এখনও পর্যন্ত ২০২২-এর সর্বোচ্চ আয়কারী সিনেমা। ‘

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button