রণবীর কাপুর (Ranbir Kapoor) নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে নাকি অভিনয় করবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সম্প্রতি বলিউডের অন্তরের কান পাতলে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে।
প্রশ্ন উঠছে সত্যিই কি তাই? এমনিতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সেখানে তার বায়োপিক নিয়ে জল্পনা হবে না তাকে কখনো হতে পারে? সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করা বা পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফুটিয়ে তোলা মোটেই মুখের কথা নয়। সেখানে দাঁড়িয়ে তার মতন এরকম খেলোয়াড়-এর চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং হবে আয়ুষ্মানের ক্ষেত্রে?
সম্প্রতি এই নিয়ে এবার জল্পনার ইতি টানলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ‘ড্রিম গার্ল ২’-এর প্রচারের সময় আয়ুষ্মান খুরানা একটি ইভেন্টে এই বিষয়ে একটি বড় ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, ‘আমি এই মুহূর্তে কিছু বলছি না। যখনই এবং যাই ঘটুক না কেন, আমাদের একটি আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে।’ সূত্রের খবর, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কাজ করতে প্রস্তুত আয়ুষ্মান খুরানা।
শোনা যাচ্ছে, সম্প্রতি সৌরভের বেহালার বাড়িতে দুই পরিচালক ও প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভ রঞ্জনের সঙ্গে দেখা করে ছবিটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। ছবির স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং এখন প্রাক্তন ক্রিকেটারের জীবনের কিছু আকর্ষণীয় গল্প অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, স্পোর্টস বায়োপিকগুলি ভারতীয় সিনেমার একটি হিট ফর্মুলা। মহেন্দ্র সিং ধোনি, ফ্লাইং শিখ মিলখা সিং, মহাবীর সিং ফোগাট থেকে শুরু করে মেরি কম পর্যন্ত সব সিনেমাই ভালো ব্যবসা করেছে। সৌরভ গাঙ্গুলি ছাড়াও প্রাক্তন ভারতীয় অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনুষ্কা শর্মাকে।