অনস্ক্রিন মেয়ে সানার সঙ্গে তৃতীয় বিয়ে আমির খানের! ফাঁস হল দিনক্ষণ, বলিউড জুড়ে শোরগোল

আবারও একবার বিয়ে (Marriage) করতে চলেছেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan)? বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে? কিন্তু সত্যিই কি তাই? নাকি পুরোটাই গুজব? তা জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।

আমির খান আবার আলোচনায় ফিরেছেন। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর থেকে অভিনেতা তার ব্যক্তিগত সময় উপভোগ করে করছেন বলে খবর। এদিকে বেশ কিছু সময় ধরেই ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের (Fatima Sana Shaikh) সঙ্গে তাঁর ডেটিংয়ের গুঞ্জন নতুন করে শুরু হয়েছে।

গতকাল, একটি ভাইরাল ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে আমির খান এবং ফাতিমা সানা শেখকে পিকল বল নিয়ে খেলা করতে দেখা গেছে। এই ভিডিও, অবশ্যই, আবারও উভয় অভিনেতাকে নিয়ে রোমান্সের গুজবকে উস্কে দিয়েছে। এরই মধ্যে কেআরকে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন যে আমির তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

screenshot 2023 05 25 at 6.04.32 pm

কেআরকে এক টুইট বার্তায় লিখেছেন যে, ‘আমির খান খুব শিগগিরই তার মেয়ের বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন। আমির খান দঙ্গল ছবির সময় থেকেই সানার সঙ্গে ডেট করছেন।‘ এরপরেই এই দুজনকে নিয়ে এখন শুরু হয়েছে বিতর্ক। সত্যিই কি দুজনে বিয়ে করতে চলেছেন? অবশ্য এই বিষয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।

আমিরের ‘দঙ্গল’ ছবিতে ফাতিমা তার যুগান্তকারী চরিত্রে অভিনয় করেন। দঙ্গলের পর তাঁরা ‘ঠাগস অফ হিন্দুস্তান’-এও একসঙ্গে জুটি বেঁধেছিলেন, এবং ছবিটি মুক্তির সময় আমরা আমির এবং ফাতিমার ডেটিংয়ের গুজব শুরু হয়েছিল। লাল সিং চাড্ডা অভিনেতা বিয়ের ১৬ বছর পরে তার স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিচ্ছেদের ঘোষণা করেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button