আমির, শাহরুখের সহ অভিনেতা! করেছেন একাধিক হিট ছবিতে অভিনয়! অকাল প্রয়াণ রিও’র

বিনোদন জগতে এখন খালি মৃত্যু মিছিল। সে টলিউড, কলিউড হোক বা বলিউড, মৃত্যু মিছিল যেন কিছুতেই থামতে চাইছে না। প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও শিল্পী সকলকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করে পরলোকগমন করছেন। আজও তার ব্যতিক্রম ঘটল না। চলে গেলেন বলিউডের আরও এক বিখ্যাত। চলে গেলেন বলিউডের এক নামজাদা অভিনেতা। জানেন কে প্রয়াত হয়েছেন? এবার সকলকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া (Rio Kapadia)। অভিনেতা ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিও আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রয়াত হন বলে খবর।

রিও কাপাডিয়া বলিউডের বহু হিট ছবিতে অভিনয় করেছিলেন। রিও ‘দিল চাহতা হ্যায়’, ‘চাক দে ইন্ডিয়া’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো অনেক ছবিতে শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। এদিকে অভিনেতার এহেন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রিতে শোকের পরিবেশ বিরাজ করছে।

জানা গিয়েছে, রিও কাপাডিয়ার শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামীকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় মুম্বাইয়ের গোরেগাঁওয়ে। রিওর শেষকৃত্যের বিষয়ে পরিবার সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করেছে। অভিনেতার এই খবর প্রকাশ্যে আসার পর বিনোদন জগতের অনেক তারকাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। তার পরিবারে রয়েছে স্ত্রী মারিয়া ফারাহ এবং ফুটফুটে দুই সন্তান আমান ও বীর।

রিও কাপাডিয়াকে শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’, ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং ‘দিল চাহতা হ্যায়’ সহ বেশ কয়েকটি বলিউড ছবিতে দেখা গেছে। তাকে শেষবার প্রাইম ভিডিওর সোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, কল্কি কোয়েচলিন এবং জিম সার্ভ অভিনীত ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন ২’-এ দেখা গিয়েছিল।