বক্স অফিসে ব্যর্থ লাল সিং চাড্ডা! ছবি ফ্লপ হতেই বড়সড় সিদ্ধান্ত নিলেন আমির খান

লাল সিং চাড্ডা ছবি মুক্তির আগে থেকেই ফিল্ম নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়। বয়কটের কথা আঁচ করতে পেরে খোদ মিস্টার পারফেকশনিস্ট মাঠে নামেন ছবিটিকে বাঁচাতে। কিন্তু তার সেই কুম্ভিরাশ্রু কে গুরুত্ব না দিয়ে দেশজুড়ে সিনেমাটির বিরুদ্ধে প্রতিবাদী হওয়া বইতে থাকে। শেষমেষ সিনেমা হলে মুখ থুবড়ে পড়ার পর এক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।

একসময় আমির খান বেশ কিছু ভালো সিনেমা উপহার দিলেও একের পর এক ভারতবিরোধী এবং হিন্দু ধর্ম বিরোধী মন্তব্য করায় দেশের মানুষ আমির খানের ওপর প্রচণ্ড খাপ্পা হয়ে ওঠে। তার সাথে আমির খানের দোসর করিনা কাপুর খানও মোটেই কম জাননা। তিনিও দর্শকদের কটাক্ষ করতে ছাড়েননি। তাই দেশবাসীও দুই খানকে মুখের ওপর উপযুক্ত জবাব দিয়েছে।

আমির খানের লেটেস্ট ছবিটি বক্স অফিসে যে চূড়ান্ত ব্যর্থ তা আর বলার অপেক্ষা রাখেনা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও দুই তিনটি সিনেমা পরপর ব্যর্থ হতে থাকে। যদিও কোন অদৃশ্য জাদুকাঠিতে চিনে সেই সিনেমাগুলো বাম্পার হিট হয়ে যায় তা কেউই জানেনা। অনেকেই মনে করেন আমির খানের ছবির মাধ্যমেই চিন সরকার ভারত বিরোধী প্রপাগান্ডার জন্য অর্থসরবরাহ করে থাকে।

ভারত বিরোধী, দেশ বিরোধী এবং শেষে দেশের গর্ব ভারতীয় সেনাকে মজার পাত্র বানানোর ফল এবার হাতেনাতে পেলেন তথাকথিত ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। পাঁচ দিনে মাত্র ৪৮ কোটি টাকাতেই আটকে গিয়েছে লাল সিং চাড্ডার আয়। এত জঘন্য পারফরম্যান্স দেখে ফিল্ম নির্মাতা আর ডিস্ট্রিবিউটরদের মাথায় হাত।

তবে এবার সেই লসের কিছুটা ক্ষতিপূরণ দিয়ে নিজের ইমেজ বাঁচাতে চাইছেন মিস্টার খান। জানা যাচ্ছে আমির খান নাকি খু-উ-উ-ব কষ্ট পেয়েছেন। তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ঘনিষ্ঠ বন্ধুদের মতে আমির খুবই হতবাক এই পারফরমেন্স দেখে। আর সেই কারণে এই ফিল্ম ফ্লপ হওয়ার সমস্ত দায় তিনি নিজের কাঁধে নিয়েছেন। ফিল্ম থেকে প্রাপ্ত অর্থ তিনি এবার ফিরিয়ে দেবেন নির্মাতাদের।

aamir lcs

বক্স অফিসে কত আয় করেছে লাল সিং চাড্ডা :

বৃহষ্পতিবার মুক্তির দিন আয় : ১১.৭ কোটি টাকা।
শুক্রবার আয় : ৭.২৬ কোটি টাকা।
শনিবার: ৯ কোটি টাকা।
রবিবার : ১০ কোটি।
আর সোমবার ১৫ আগস্ট মাত্র ৮ কোটি টাকা করেই থেমেছে লাল সিং চাড্ডার রথ।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button