ভারতীয় ক্রিকেট দল (India national cricket team) ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দল এখনও পর্যন্ত এই আইসিসি টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি এবং টানা ৭ টি ম্যাচ জিতেছে। পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা হয়তো এই বিষয়টা হজম করতে পারছেন না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, বিসিসিআই (Board of Control for Cricket in India) বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা। তবে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়া (Aakash Chopra) সোশ্যাল মিডিয়ায় মোক্ষম জবাব দিয়েছেন তাঁকে।
পাকিস্তানের প্রক্তন ক্রিকেটার হাসান রাজা অভিযোগ করেছেন, আইসিসি ভারতীয় বোলারদের অন্য দলের চেয়ে বেশি সিম ও সুইং পেতে সহায়তা করছে। রাজার দাবি, ভালো সীম সুইং করানোর জন্য আইসিসি ২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলারদের আলাদা বল দিচ্ছে। শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার পর তিনি এহেন মন্তব্য করেছিলেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৫৭ রান করার পর শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারায় ভারত। রানের নিরিখে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছিল ভারত।
হাসান রাজা এখানেই থেমে থাকেননি। “ভারতীয় বোলাররা আরও বেশি সীম এবং সুইং পাচ্ছে, তবে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে অন্য দলগুলির ক্ষেত্রে এটি হয় না। টিম ইন্ডিয়া যখন বোলিং করতে নামে তখন আইসিসি তাদের ভিন্ন বল দিচ্ছে। এমনকি বিসিসিআই এবং তৃতীয় আম্পায়ারও এর সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে,” এক টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। আকাশ চোপড়া এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘এটা কি সিরিয়াস ক্রিকেট শো? যদি তা না হয় তবে দয়া করে ইংরেজিতে কোথাও ‘ব্যঙ্গাত্মক’ বা ‘কমেডি’ উল্লেখ করুন। আমার বলছি। হয়তো কোথাও উর্দুতে লেখা থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি উর্দু পড়তে বা বুঝতে পারি না।
Is it a serious cricket show? If not, please mention ‘satire’ ‘comedy’ in English somewhere. I mean…it might be written in Urdu already but unfortunately, I can’t read/understand it. 🙏🏽 https://t.co/BXnmCpgbXy
— Aakash Chopra (@cricketaakash) November 3, 2023
টানা সপ্তম ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। শুভমান গিল (৯২), বিরাট কোহলি (৮৮) ও শ্রেয়াস আইয়ারের (৮২) ইনিংসের সাহায্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫৭ রান তোলে টিম ইন্ডিয়া। এরপর মহম্মদ শামি (৫ উইকেট) ও মহম্মদ সিরাজ (৩ উইকেট) লঙ্কান ব্যাটিং লাইন আপকে ধুলোয় মিশিয়ে দেন।