উত্তরবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আসবে হিটওয়েভও! রইল আবহাওয়ার সবথেকে লেটেস্ট আপডেট

উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও  বৃষ্টির সম্ভবনা জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস। আগামী কয়েকদিন ধরেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা (kolkata) সহ আশেপাশের অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপাতত বাড়তেই থাকবে।

কলকাতা এবং শহরতলীর বিভিন্ন অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় গরম বাড়তেই থাকবে। অস্বস্তি থাকবে সারাদিন জুড়ে। আগামী ৪-৫ দিন ধরে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রী পার করে ফেলবে। যদিও দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এসবের মধ্যে বেসরকারী আবহাওয়া সংস্থা IMD জানিয়েছে অন্য কথা। তাদের কথায়, ফেব্রুয়ারিতেই রেকর্ড গরম পড়তে চলেছে। উত্তর-পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে ফেব্রুয়ারি থেকেই তাপপ্রবাহ (Heat Wave) চলতে পারে।

আগামী কয়েকদিনে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে তাপমাত্রা দ্রুতহারে বাড়বে। মধ্য ভারতের সবকটি রাজ্যে তাপমাত্রা বাড়ছে দ্রুতগতিতে। আপাতত বৃষ্টি নাহলে তাপমাত্রার পারদ ঊর্ধ্বগতি নিতেই থাকবে।

weather rain feb7

পার্বত্য এবং হিমালয়ের রাজ্যগুলোতেও আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সিমলা, মুসোরি সহ জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে অস্বাভাবিক তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। আপাতত যা খবর আসছে তাতে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট সহ মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানার কিছু অংশে তাপপ্রবাহ চলতেই থাকবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button