দিঘায় মৎস্যজীবীদের জালে বিরল দৈত্যাকার মাছ, ওজন ও দাম জানলে চমকে যাবেন

বর্ষাকালের সময় দীঘা (Digha) মোহনায় বিরাট আকারের মাছ (Fish) পাওয়া যায়। বহুমূল্য ভোলা মাছ থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় সেখানে। কিন্তু এই অসময়ের মরশুমেও দীঘাতে পাওয়া গেছে বিরাট আকারের মাছ। ২০০ কেজি ওজনের দৈত্যাকার মাছ উঠেছে মৎস্যজীবিদের জালে।
মাছ দেখতে ভিড় করেন পর্যটকরাও। মাছ ধরার পর সেই মাছকে নিয়ে যাওয়া হয় দীঘার মৎস্য নিলাম কেন্দ্রে। উল্লেখ্য, পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র সেটি। এর আগেও সেখানে বৃহদাকার দৈত্যাকার মাছ ধরা পড়েছে, কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি একেবারে ২০০ কেজি ওজনের মাছ ধরা পড়ে।
এই মাছটিই এযাবৎকালে দীঘা মোহনায় পাওয়া যাওয়া সবচেয়ে বড় মাছ। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের এম এম বি কাঁটায় ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কৈ ভেটকি মাছ বিক্রির জন্য আসে। আর সাইজের কথা শুনে অনেকেই সেখানে ভিড় করেন মাছ দেখার জন্য। মাছ কেনার জন্য ব্যবসায়ীরাও ভিড় করেন।
অনেকক্ষণ দরদাম করে অবশেষে ৩৮ হাজার টাকার বিনিময়ে বসিরহাটের একটি মৎস্য কোম্পানি এই মাছ কিনে নেয়। কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ বেগের ট্রলারে এই মাছ ধরা পড়ে। উল্লেখ্য, তিন বছর পর এর বড় আকারের সামুদ্রিক কৈ ভেটকি ধরা পড়ল দীঘা মোহনায়।
গভীর সমুদ্রে পাওয়া গিয়েছে এই সামুদ্রিক মাছ। শীতের মরশুমে এই মাছ পাওয়া বেশ বিরল ঘটনা। মৎস্যজীবীদের সাথে সাথে পর্যটকরাও বেশ খুশি এত বড় আকারের মাছ দেখতে পেয়ে।