উচ্চমাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই রেলে চাকরির সুবর্ণ সুযোগ! এভাবে এখুনি করে ফেলুন আবেদন

এবার রেল (Indian Railways) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের (Recruitment) জন্য। তাই চাকরী প্রার্থীদের জন্য দারুণ খবর নিয়ে এসেছি আমরা। রেলের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। তবে এই শুন্য পদগুলোতে চাকরি পেতে হলে আপনাদের পরীক্ষা দেওয়ারও প্রয়োজন পড়বে না। তাই রেলে চাকরি পাওয়ার এই সুবর্ন সুযোগ হারাবেন না। চলুন দেখে নিই, কিভাবে আপনি রেলের এই চাকরি হাসিল করবেন।

যোগ্যতা কী : দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থীদের এবার সরাসরি নিয়োগ করা হবে রেলে। তবে সেই সাথে স্পোর্টস কোটা থাকলে তবেই এই চাকরির জন্য যোগ্য হবেন আপনি। সাথে এও জানিয়ে রাখি যে, রেল এক্ষেত্রে কোনো OBC, SC/ST প্রার্থীদের জন্য আলাদা করে কোনো সংরক্ষণ দিচ্ছে না।

কীভাবে নিয়োগ হবে : স্পোর্টস এর বিভিন্ন ক্যাটাগরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করবে রেল। মোট ১৭ টি ক্যাটাগরিতে বিভিন্ন জনকে চারি দিতে চলেছে রেল।

মোট শূন্যপদের সংখ্যা কত: ১৭ টি ক্যাটাগরিতে মোট শূন্যপদের সংখ্যা ২১। নীচে দেওয়া ছবি থেকে আপনারা শূন্যপদের বিবরণ পেয়ে যাবেন।
screenshot 2022 09 04 10 39 36 049 com.android.chrome~2

কবে থেকে শুরু হচ্ছে আবেদন : আপনিও যদি স্পোর্টস কোটাতে চাকরি পেতে ইচ্ছুক তাহলে জানিয়ে রাখি যে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন। যা আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

কীভাবে আবেদন করবেন : আবেদন করার জন্য আপনাদের রেলের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়েই আবেদন করতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button