কয়েক হাজার কোটি টাকা খরচ, দুবাইয়ের মতো বিজনেস সিটি হবে এই রাজ্যে! বাড়বে কর্মসংস্থান

এবার বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে হরিয়ানাও (haryana) দুবাইয়ের (Dubai) পথেই হাঁটতে চলেছে। শীঘ্রই হরিয়ানাতে অবস্থিত সাইবার সিটি গুরুগ্রামকে দুবাইয়ের মতো করার পরিকল্পনা তৈরি করছে রাজ্য সরকার। তার জন্য ব্যাপক তোড়জোড় শুরু করেছে সরকার।
প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য বিদেশি সংস্থাগুলোর সাথে চুক্তিবদ্ধ হচ্ছে সরকার। সরকারের সমস্ত প্রক্রিয়া সময়মতো সম্পূর্ন হলে সেই দিনের বেশি দূর নয় যখন গুরুগ্রামকে অবিকল দুবাইয়ের মতো লাগবে। সুবিশাল ১,০০০ একরের ওপর তৈরি হবে গ্লোবাল সিটি। আর সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশে লাখো কর্মসংস্থান তৈরী হবে।
২০২২ সালের মার্চ মাসে এই প্রকল্প শুরু করা হয়। প্রকল্পের পুরো পরিকাঠামো ব্যবস্থার দায়িত্বভার রয়েছে হরিয়ানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন লিমিটেড (HSIIDCL) এর ওপর। তারাই বিশ্বের বিভিন্ন কোম্পানির মধ্যে প্লট বিলি করবে। এক্ষেত্রে প্রথম ধাপে উন্নয়ন করা হবে ৫০ থেকে ১০০ একর জমির। সেখানে থাকবে শপিং মল এবং বিভিন্ন বাণিজ্যিক এবং আবাসিক ভবন।
নির্মাণ হবে বিশাল হেলিপ্যাড: বাণিজ্য এবং ব্যাবসার সুবিধার্থে রাজ্য সরকার নিজেই সেখানে হেলিপ্যাড তৈরি করবে। এইজন্য প্রথমে ২৫ একর জমি দিচ্ছে সরকার। বিশাল এই ক্ষেত্রে শুধুই হেলিপ্যাড থাকবে। জানা যাচ্ছে এই জায়গা তৈরি হবে গুরুগ্রামের সেক্টর-৩৬ এবং ৩৭ এর মধ্যে। এই জায়গা গুরুগ্রমের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যা পতৌদি রোড এবং দ্বারকা জংশনের সাথে সংযুক্ত।
এর আগে এই ১০০০ একরের বেশি জমি ছিল রিলায়েন্সের অধীনে। যা তারা ফিরিয়ে দেয় সরকারকে। ১৩৮৩ একর এর মত জায়গা এতদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যাচ্ছে ছিল। আর সেই জায়গা ফেরত পাওয়ার পরই সরকারের টনক নড়ে। সরকার এই জায়গায় তৈরি করবে বিবিধ নয়া প্রজেক্ট।
প্রথমে সরকারের সিদ্ধান্ত ছিল নয়া SEZ (Special Economic Zone) তৈরী করার। কিন্তু করে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এখন দুবাইয়ের আসলে এক ব্যবসায়িক শহর গড়ে তুলতে চাইছে। আর তার ফলে NCR (National Capital Region) এর এই জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। ইতিমধ্যে শুরু হয়েছে এই শহর নির্মাণের কাজ।