আপনিও হতে পারবেন CBI অফিসার, মিলবে মোটা টাকা বেতন ও বিশেষ ক্ষমতা! জানুন পদ্ধতি

বর্তমানে কুচক্র ফাঁস করে দিয়ে সমস্ত অপরাধ খুঁড়ে বের করেছে সিবিআই (Central Bureau of Investigation) এবং ED। একের পর এক কুকর্মের পর্দা ফাঁস করে দিয়ে শিরোনামে উঠে এসেছে তারা। এর আগে আপনাদের জানিয়েছিলাম কিভাবে ED তে চাকরি পেতে পারেন আপনি, আজ আপনাদের CBI সম্পর্কে জানতে চলেছি। কীভাবে পাবেন এই চাকরি ?
কিভাবে সিবিআই অফিসার হবেন : দুটি ভিন্ন সংস্থা সিবিআই-এর শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা পরিচালনা করে। এগুলো হল UPSC এবং SSC। সিবিআই-এ গ্রুপ-এ অফিসার হওয়ার জন্য, আপনাকে ইউপিএসসি দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হতে হবে।
CBI-তে সাব-ইন্সপেক্টর হতে হলে আপনাকে SSC CGL পরীক্ষা দিতে হবে। সিবিআই সাব ইন্সপেক্টর টেস্টে (এসএসসি সিজিএল) টায়ার 1 এবং টায়ার 2 পরীক্ষাগুলি ক্লিয়ার করলেই আপনি CBI এর চাকরি পেয়ে যাবেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই হবে।
সিবিআই অফিসার হওয়ার বয়সসীমা: সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (সিবিআই) সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার বয়সসীমা হল ২০ থেকে ৩০ বছর৷ OBC রা ৩ বছর এবং SC/ST রা ৫ বছর ছাড় পাবেন।
কোর্স পরীক্ষার পদ্ধতি : টিয়ার-1 এবং টিয়ার-2 এর পরীক্ষা কম্পিউটারে দিতে হয়। টিয়ার-III একটি বর্ণনামূলক লিখিত পরীক্ষা। শেষ ধাপে পরীক্ষার্থীদের কম্পিউটার এর দক্ষতার পরীক্ষা দিতে হয়। এবং শেষ ধাপে আবেদনকারীদের নথি যাচাই করা হয়।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (সিবিআই) সাব ইন্সপেক্টর হতে হলে আপনাকে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দ্বারা পরিচালিত সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা (সিজিএল) এর চারটি ধাপ রয়েছে। সমস্ত ৪টি ধাপ সফলভাবে সমাপ্ত করার পরে, আপনি সাব ইন্সপেক্টর হিসাবে সিবিআইতে যোগ দিতে পারেন।
সিবিআই অফিসারের বেতন
১) ডিরেক্টর পদের বেতন : ৮০,০০০ টাকা।
২) বিশেষ ডিরেক্টর : ৭৫,৫০০ থেকে ৮০,০০০ টাকা।
৩) যুগ্ম ডিরেক্টর : ৩৭,৪০০ থেকে ৬৭,০০০ টাকা।
৪) অতিরিক্ত পরিচালক: ৬৭,০০০ থেকে ৭৯,০০০ টাকা।
৫) পুলিশের উপ-মহাপরিদর্শক : ৩৭,৪০০ থেকে ৬৭,০০০ টাকা।
এছাড়া কনস্টেবলের বেতন শুরু হয় ৫,২০০ টাকা থেকে।