দক্ষিণবঙ্গের দুই জেলায় ৭০ কিমি বেগে ঝড়, তিন জেলায় অতিভারী বৃষ্টি! ঘূর্ণিঝড় নিয়ে জারি অ্যালার্ট

কালীপুজো যত এগিয়ে আসছে ততই সম্ভাবনা বাড়ছে বৃষ্টির। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, উত্তর আন্দামান সাগর এবং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে ভারী নিম্নচাপ। আগামীকাল অর্থাৎ ২২ তারিখের মধ্যেই সেটি বর্তমানের চেয়ে কিছুটা উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। আর আগামী ২৩ তারিখ সেটি পরিণত হবে অতিগভীর নিম্নচাপে।

সেই গভীর নিম্নচাপ তারপর আগামী ২৪ তারিখ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সেখান থেকেই শিয়রে সংকট দেখছেন আবহাওয়াবিদরা। কারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরই সেটি অগ্রসর হবে বঙ্গ উপকূল বরাবর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে এসে পৌঁছাবে সেটি।

দীপাবলিতে যে ভারী বৃষ্টি হবে, সেই সূচনা আগেই দিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সাথে চলবে ঘণ্টায় ৬০ কিমি বেগে ছুটে চলা হাওয়ার দাপট। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে সেখানে।

২৫ তারিখ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভবনা জানিয়েছে সরকার। কিন্তু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

ghurnijhor 785412

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে হাওয়ার বেগ ৭০ কিমি পর্যন্ত যেতে পারে। পূর্ব মেদিনীপুরে অবশ্য একটু কমে ৬০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে। তাছাড়া মৌসুমভবন এদিন এও জানিয়েছে যে, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button