আজ থেকে ৬% DA কার্যকর পশ্চিমবঙ্গে, জানুন কোন সরকারি কর্মচারী কত টাকা পাবেন

অনেক টানাপোড়নের পর মহার্ঘ ভাতা (Dearness allowance) পাচ্ছেন রাজ্য সরকারের কর্মীরা। বহুদিন ধরেই DA এর দাবিতে সরব ছিলেন তারা। অবশেষে ২০২৩ সালের বাজেটে সেই শুভক্ষণ আসে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান ৩% DA পাবেন সরকারি কর্মীরা।

   

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই ডিএ পাবেন সরকারি কর্মচারী, শিক্ষক, অন্যান্য কর্মচারী এবং পেনশনভোগীরা।  কিন্তু অতিরিক্ত কত টাকা পাবেন? চলুন সেই অর্থরাশির পরিমাণও জানিয়ে দিচ্ছি আপনাদের।

গত ২০১৬ সালে গ্রুপ ডি পদের কোনো কর্মী ১৭ হাজার টাকার বেতন পান। ২০২২ সালে বেতন বাড়ার পর সেটাই বেড়ে হয় ২০,৩০০ টাকা। এবার তার ৬% DA পাওয়ায় মোট ১২১৮ টাকার মহার্ঘ্য ভাতা পাবেন কর্মীরা।

২০১৬ সালে গ্রুপ সি পদের কোনো কর্মী ২২,৭০০ টাকা বেতন পেতেন। তিনি ৬% DA পাওয়ার কারণে ১৬২৬ টাকা মহার্ঘ্য ভাতা পাবেন।

da

একইসাথে রাজ্যের আপার ডিভিশন ক্লার্কের বেতন ২৮,৯০০ টাকা। বেসিক পে মিলিয়ে তিনি পাবেন ৩৪,৬০০ টাকা। এরপর ৬% DA দেওয়ায় তারা অতিরিক্ত ২০৭০ টাকা পাবেন। একইনিয়মে উঁচু পদের কর্মীরা আরো বেশি বেতনভোগ করবেন।