চূড়ান্ত পদক্ষেপ! ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল হল পশ্চিমবঙ্গে, আপনারটা তালিকায় নেই তো?

রাজ্যে এখন সাফাই অভিযান চালাচ্ছে সরকার। রেশন নিয়ে দূর্নীতির খবর পেয়ে এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। খতিয়ে দেখতে এমন তথ্য বেরিয়ে আসছে যা অবাক করবে সবাইকে। ভুয়ো রেশন কার্ড (Ration Card) এর কারণে রাজ্যের ভাঁড়ার থেকে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে একেবারে ১,৮০০ কোটি টাকা!
রেশন নিয়ে যে কিছু একটা জট পাকছে সেটা আগেই জানতো সরকার। এবার খতিয়ে দেখতেই সামনে এল বিরাট অংকের দুর্নীতির হিসাব। জানা যাচ্ছে রাজ্যে এখন প্রায় ৬২ লক্ষ ভুয়ো রেশন কার্ড রয়েছে। আর সেই কারণে রাজ্যের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৮০০ কোটি টাকা। এবার সেই সমস্ত রেশন কার্ড বাতিলের পথে হেঁটেছে সরকার।
একদফায় সরকার ৬২ লক্ষ কার্ড বাতিল করায় মাসে ৯০ কোটি টাকা সাশ্রয় হতে চলেছে। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান যে, সমস্ত ভুয়ো কার্ড বাতিল হলে রাজ্যের কোষাগার থেকে প্রতি মাসে ১৫০ কোটি টাকা করে বাঁচাতে পারবে সরকার।
ইতিমধ্যেই সরকারের কাছে খবর এসেছে যে, রাজ্য নিজের ভাঁড়ার থেকে খরচ করে যে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দিচ্ছে, তা বাইরে পাচার হয়ে যাচ্ছে। আর এই তথ্য জানার পরেই কার্ড বাতিল এর পথে হাঁটে সরকার। ইতিমধ্যেই বাতিলকৃত কার্ডগুলোকে লাল রঙে চিহ্নিত করা হয়েছে, সেখান থেকে আর খাদ্য সংগ্রহ করা সম্ভব হবে না।
তবে মাত্র ৬২ লক্ষেই নিজের ‘লক্ষ্য’ চ্যুত হচ্ছেনা সরকার। জানা যাচ্ছে রাজ্যে ভুয়ো রেশন কার্ডের সংখ্যা প্রায় দেড় কোটিরও বেশি! বর্তমানের সাফাই অভিযান নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ‘ধারাবাহিক ভাবে ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করা হবে। এই কার্ড বাতিল করলে দফতরের সাশ্রয় হবে। আমরা সব দিক খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
প্রসঙ্গত রাজ্যের সবচেয়ে বেশি ভুয়ো কার্ড রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায়। সেখানে জোর কদমে নিজেদের অভিযান চালাচ্ছে সরকার। এদিকে শুধু বাতিলই নয়, একই সাথে ৪০ লক্ষ নতুন কার্ডও ইস্যু করেছে সরকার।