ভারতে কবে চালু হচ্ছে 5G, বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী! খুশির হাওয়া দেশজুড়ে

সারাভারতই এখন দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আনন্দোৎসবে মেতে রয়েছে। আর এই উৎসব উপলক্ষে এবার লাল কেল্লার ওপর থেকে নবমবারের জন্য স্বাধীনতা দিবস উৎযাপন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্বাধীনতা দিবসের দিনে তিনি বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। কিন্ত তার মধ্যে একটি বার্তায় মন আটকে রয়েছে অনেকের।

আসলে এবছর দেশ আজাদির অমৃত মহোৎসবে পালন করছে। আর সেইসময়ই 5G পরিষেবা শুরু হতে চলেছে। তাই প্রধানমন্ত্রী নিজের বক্তৃতায় 5G এর প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানান যে খুব শীঘ্রই দেশে আসতে চলেছে 5G। শুধু তাই নয়, দেশের 5G পরিষেবার জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রাদিও এবার তৈরি হবে ভারতেই। যা অত্যন্ত গর্বের বিষয়। এই নয়া প্রযুক্তির জন্য কোনো বাইরের দেশ থেকে যন্ত্র সামগ্রী নিয়ে আসার প্রয়োজন পড়বে না।

আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়ার লক্ষ্যপূর্ণ করে এবার এক সোনালী যুগ আসতে চলেছে বলেই জানান প্রধানমন্ত্রী মোদী। ভারতের Tier 1 শহরগুলির সাথে গ্রামে ইন্টারনেট পরিষেবার মধ্যকার যে পার্থক্য সেটাই এবার দুর করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার।

সারা বিশ্ব জানে এই দশকটা ভারতের। আর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত এগিয়েও চলছে তরতর করে। এদিন ভাষণের সময় মোদীজি জানান যে, এবার 5G, Optical fibre ব্যাবহার করে দেশের একদম তৃণমূল স্তর থেকে ডিজিটাল ইন্ডিয়ার বিপ্লব নিয়ে আসতে চলেছেন তারা। দেশের প্রত্যেকটি কোণায় পৌঁছে যাবে হাই স্পিড ইন্টারনেট, এমনটাই আকাঙ্খা দেশের প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী জানান যে, তিনি বিশ্বাস করেন 5G নেটওয়ার্ক এবং OFC ভারতকে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবন পরিবর্তনের ইতিবাচক দিকে প্রভাবিত করবে। এরই সাথে মোদিজী এও বলেছিলেন যে, ভারতের টিয়ার -2 এবং টিয়ার -3 শহরগুলি জন্যই ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ এবং স্টার্টআপগুলি বেড়ে চলেছে। আর আগামী মাসের মধ্যেই দেশে 5G নেটওয়ার্ক শুরু করতে চলেছে সমস্ত সংস্থাগুলি।

modi aea

লাল কেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মরণ করেন লাল বাহাদুর শাস্ত্রীকেও। তিনি এদিন তার ভাষণে বলেন, লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান, জয় কিষাণ স্লোগান দিয়েছিলেন পরে দেশের আরেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাতে জয় বিজ্ঞান কথাটা যুক্ত করেছিলেন। এখন আমি এর সাথে জয় অনুসন্ধান যোগ করছি। এছাড়া দেশের অমৃতকলের জন্য উদ্ভাবনেরও অত্যন্ত প্রয়োজন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button