মাথায় হাত গ্রাহকদের! ফ্রির দিন শেষ, শীঘ্রই 5G-র প্ল্যান লঞ্চ করবে Jio, কত হবে দাম?

অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দিতে একের পর এক প্ল্যান চালু করেই চলেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। রিলায়েন্সের সবথেকে বড় মোক্ষম চাল 5G পরিষেবা। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে এই পরিষেবা শুরু হয়েছে।

এদিকে এখনও অবধি দেশের বড় বড় কিছু টেলিকম সংস্থা Jio-র মতো 5G পরিষেবা চালু করে উঠতে পারেনি। ফলে এক্ষেত্রে সোনায় সোহাগা হয়েছে জিও-র। সম্প্রতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ভাষণ দিতে গিয়ে বলেন, বিশ্বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে। ভারত থেমে থাকে না, ক্লান্ত হয় না এবং হারে না।

তবে আপনি জানলে অবাকই হবেন, এখনো এই টেলিকম সংস্থার তরফ থেকে 5G পরিষেবার জন্য কোনও নির্দিষ্ট প্ল্যান লঞ্চ করা হয়নি। ফলে এখন একটি বিশেষ দামের রিচার্জ করলেই মিলছে 5G পরিষেবা। গ্রাহকদের নম্বরে সবচেয়ে কম ২৩৯ টাকার একটি রিচার্জ থাকতে হবে। তাহলেই এই পরিষেবা তাঁরা পাবেন।

মুকেশ আম্বানি জানান, দেশে ৮৫ শতাংশ ফাইভজি পরিষেবা রয়েছে জিওর, যা একটি বড় অর্জন। এ ছাড়া জিও-র পোস্টপেইড গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। শুধু তাই নয়, জিও ৫জি অক্টোবরের শেষ সপ্তাহে চালু হবে এবং ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এটি সারা দেশে চালু করা হবে। মুকেশ আম্বানি বলেন, দেশে জিওর ৮৫ শতাংশ 5G পরিষেবা রয়েছে, যা একটি বড় অর্জন। এদিকে দেশে নির্দিষ্ট 5G পরিষেবা ব্যবহার করার ব্যাপারে রিলায়েন্স কবে একটি রিচার্জ প্ল্যান কবে চালু করবে তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।