দীপাবলির আগেই সুখবর! গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, হয়ে গেল বড় ঘোষণা

উৎসবের আবহে ঘরোয়া রান্নার গ্যাস (Gas Cylinder) নিয়ে সুখবরের পর সুখবর পেয়েই চলেছেন দেশবাসী। সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডার প্রতি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে। এর পরেই উজ্জ্বলা যোজনার আওতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম নেমে আসে ৬০৩ টাকায়।

   

lpg gas

শুধু তাই নয় ঘরোয়া সিলেন্ডারের দামও ৩০০ টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার যারপর থেকে বেজায় খুশি দেশবাসী। এদিকে কেন্দ্রীয় সরকারের দেখাদেখি বহু রাজ্য সরকারও গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছিল। ফলে খুশির হাওয়া বইছে সকলের মনে। আগস্টের শেষে সিলিন্ডারপিছু ২০০ টাকা করে কমানো হয়েছিল ঘরোয়া ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম ১,১২৯ থেকে কমে ৯২৯ টাকা হয়ে যায়।

এছাড়া যারা উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন, তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিলিন্ডারের জন্য দিতে হচ্ছিল মাত্র ৭২৯ টাকা। এরইমাঝে আরও বড় ঘোষণা করল রাজ্য সরকার। ছত্তিশগড়ে আগামী মাসে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। ক্ষমতাসীন কংগ্রেস আবারও সরকার গঠনের দাবি করছে। একই সঙ্গে বিজেপিও ক্ষমতায় আসতে জোরকদমে লড়াই করে চলেছে। রাজ্যে দুটি ধাপে ভোট গ্রহণ হবে এবং ৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

কংগ্রেস বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে রাজ্যে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে এবং গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের জন্য ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ছত্তিশগড়ের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজ্যে দল পুনরায় সরকার গঠন করলে ‘মহাতারি ন্যায় যোজনা’ কার্যকর করা হবে। এর আওতায় প্রতি সিলিন্ডার রিফিলিংয়ে ৫০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎও বিনামূল্যে দেওয়া হবে। খাইরাগড় বিধানসভা কেন্দ্রের জলবান্ধা গ্রামে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রিয়াঙ্কা মহিলা, সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য আটটি ঘোষণা করেন।

priyanka gandhi vadra

এরপর পরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে বলেন, ‘আমাদের গ্যারান্টি: মাহতারি ন্যায় যোজনা। আবার কংগ্রেস সরকার গঠিত হলেই ছত্তিশগড়ের মা-বোনদের জন্য ‘মহাতারি ন্যায় যোজনা’ চালু করা হবে এবং সিলিন্ডার প্রতি ৫০০ টাকা ভর্তুকি সরাসরি বাড়ির মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।’