উচ্চমাধ্যমিক পাশেই সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! মিলবে মোটা টাকা বেতনও! এভাবে করুন আবেদন

এবার রাজ্যে চাকরীপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। রাজ্যের ঝাড়গ্রাম জেলাতে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার। মোট ১২ টি শুন্য পদে এই কর্মী নিয়োগ করবে সরকার। আগামী ৯ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, তার আগে জেনে নিন সমস্তটা।
শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে : এই পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।
বেতন : চাকরী পাওয়ার পর প্রতিদিন ৫০০ টাকা করে বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা।
কীভাবে আবেদন করবেন : আবেদন করার জন্য অফলাইন মোডের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত নথি যোগ করে ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সরকারের তরফে জারি করা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র কোথায় জমা দেবেন : The Chairman, District Legal Service Authority, Jhargram Judge’s Court Complex, Jhargram, Pin- 721507
ইচ্ছুক প্রার্থীরা নীচের দেওয়া এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/08/2022081853.pdf