টিম ইন্ডিয়ার হারের পিছনে রয়েছে এই ৫টি মুখ্য কারণ! শেষেরটি বেদনাদায়ক

কেন হারল ভারত (India)? এই প্রশ্নের উত্তর এক কথায় হয় না। কোনো দলের ভালো বা খারাপ খেলার পিছনে থাকে একাধিক কারণ। ম্যাচ প্রতি ম্যাচের নিরিখে করা হয় পৃথক বিশ্লেষণ। দল জিততে থাকলে আলোচনা তুলনামূলক কম হয়। হারলে লেখা হয় পাতার পর পাতা। বিশ্বকাপ ২০২৩ এর ফাইনাল ম্যাচে হেরেছে ভারত। টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়। কেন? রয়েছে একাধিক কারণ।

   

india final

১) চাপ ও অভিজ্ঞতা: বিশ্বকাপের ফাইনাল মানে চাপের খেলা। ভারতের প্রথম একাদশে একাধিক তরুণ ক্রিকেটার ছিলেন। তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে পারফর্ম করতে পারেননি। অস্ট্রেলিয়া একাদশের অধিকাংশ ক্রিকেটার অভিজ্ঞ, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। চাপ সামলা দেওয়ার ব্যাপারে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিল ভারত।

২) অভিজ্ঞদের অফ ফর্ম: রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল। ভারতের হয়ে এই তিন ক্রিকেটার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। একাদশের বাকি ক্রিকেটাররা কিন্তু সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদবরা নিরাশ করেছেন রীতিমত।

৩) উইকেটের চরিত্র: স্লো উইকেটে স্লো হয়ে গিয়েছিল ভারতের রান রেট। প্রাথমিক পর্বে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটিং সহায়ক উইকেটে খেলেছিল ভারত। বল ব্যাটে এসেছিল দ্রুত। ভারত সেখানে ভালো খেলেছিল। মন্থর উইকেটে চেনা ছন্দে পাওয়া যায়নি টিম ইন্ডিয়াকে।

৪) রবিচন্দ্রন অশ্বিন: অশ্বিনকে বসিয়ে রাখা কি যুক্তি সঙ্গত? এই প্রশ্নের উত্তর নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি তাকে। ভারত হেরেছিল। জাদেজার ফর্ম শুরু থেকে প্রশ্নের মুখে ছিল। কুলদীপ যাদবকেও চোখ বন্ধ করে এখনও হয়তো ভরসা করা যায় না। তাহলে অশ্বিন কেন নয়?

ravichandran ashwin

৫) হার্দিক পান্ডিয়া: অতিরিক্ত বোলারের অভাব টের পাওয়া গেল ফাইনাল ম্যাচে। মহম্মদ শামি নিজের ক্যারিশমায় এতদিন সেটা বুঝতে দেননি। শামি, বুমরাহ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের খুব একটা বিপাকে না ফেলার পরেই অতিরিক্ত বোলারের অভাব স্পষ্ট হয়। মহম্মদ সিরাজ ফর্মে ছিলেন না।