ভারতীয় রেলের তিনটি এমন ট্রেন যা সোজা বিদেশে নিয়ে যাবে আপনাকে, জানেন কোন রুটে চলে?

ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ভারতীয় রেল বিদেশেও পৌঁছে দেয় যাত্রীদের। দেশের অন্দরে এরকম ৩টি ট্রেন রয়েছে। আজ সেই তিন ট্রেন সম্পর্কে জানাবো আমরা।
১) সমঝোতা এক্সপ্রেস (Samjhota Express) : ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর হওয়ার পর ১৯৭৬ সালে ২২ জুলাই শুরু হয় সমঝোতা এক্সপ্রেস। অমৃতসর থেকে লাহোর পর্যন্ত মোট ৫২ কিমি রাস্তা রয়েছে এই রুটে। শুরুতে প্রতিদিন ট্রেন চললেও পরে কমিয়ে সপ্তাহে দুইবার করা হয়। পরবর্তীকালে ২০০০ সালের ১৪ এপ্রিল মাত্র ৩ কিমি অন্দর অবধি যায়।
আটারি সীমান্ত রেল স্টেশন থেকে রেল যাতায়াত করে পাকিস্তান অবধি। আর দিল্লি থেকে আটারি সীমান্ত অবধি যাওয়ার জন্যও ট্রেন চালানো হয় ভারতীয় রেলের তরফে। এক্ষেত্রে কাস্টমস এবং ইমিগ্রেশনের লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়া এই স্টেশনে ঢুকতে চাইলে সবার আগে ভিসা নিয়ে পরেই ঢুকতে পারবেন। উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধরা বাতিলের পর থেকে পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
২) মৈত্রী এক্সপ্রেস : এই ট্রেনটি চলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে। কলকাতা এবং ঢাকার যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এই ট্রেন। বৃহস্পতিবার বাদ দিলে সপ্তাহে মোট ৬ দিন চলে এই ট্রেন। উল্লেখ্য, এই ট্রেনে চাপার আগেও আপনাকে ভিসা নিতে হবে।
৩) বন্ধন এক্সপ্রেস : ভারত এবং বাংলাদেশের মধ্যেই চলে এই ট্রেনটি। শুধুমাত্র বৃহস্পতিবার চলে এই ট্রেনটি। কলকাতা এবং খুলনা শহরের মধ্যে চলে বন্ধন এক্সপ্রেস। ২০১৭ সাল থেকে এই নিয়ম চলে আসে। ২০২০ সাল থেকে ট্রেনটিকে সপ্তাহে দুইদিন চালানো হয়। এক্ষেত্রেও ভিসা ছাড়া এই ট্রেনে চাপা সম্ভব নয়।