৬,৬,৬,৬,৬,৬! যুবরাজের ছয় ছক্কার রেকর্ড ভাঙলেন ভারতীয় প্লেয়ার

নয়া দিল্লিঃ দিল্লি প্রিমিয়ার লিগে ধামাকা করে দিয়েছেন ২৩ বছর বয়সী এক ভারতীয় ক্রিকেটার। এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের রেকর্ড ছুঁয়েছেন তিনি। সাউথ দিল্লি সুপারস্টার দলের ব্যাটার প্রিয়াংশ আর্য ১২ তম ওভারে এই কামাল দেখিয়েছেন। নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে ম্যাচে শুধু ৬টি ছয় নয়, ১২০ রান করে সেঞ্চুরিও পূর্ণ করেছেন। পাশাপাশি আয়ুশ বাদোনির ১৬৫ রানের সুবাদে সাউথ দিল্লি এই ম্যাচে ৩০৮ রানের পাহাড় তৈরি করে।

প্রথমে ব্যাট করে সাউথ দিল্লি বিপক্ষ দল নর্থ দিল্লির বিরুদ্ধে পাহাড় প্রমাণ ৩০৯ রানের স্কোর খাড়া করে। এই ম্যাচের ১২ তম ওভারে মনন ভরদ্বাজের বলে পরপর ছয় বলে ৬টি ছক্কা হাঁকান প্রিয়াংশ। মাত্র ৪০ বলেই নিজের সেঞ্চুরি পূরণ করে প্রিয়াংশ। ৫০ বলে ১২০ রান করেন তিনি। যার মধ্যে ১০টি ছয় আর ১০টি চার ছিল।

ওদিকে আয়ুশ বাদোনিও নর্থ দিল্লির বোলারদের এলোপাথাড়ি পেটান। উনি মাত্র ৫৫ বলে ১৯টি ছয় আর ৮ চারের সাহায্যে ১৬৫ রানের একটি বড় ইনিংস খেলেন। ৩০০-র স্ট্রাইক রেটে নিজের ইনিংস সমাপ্ত করেন আয়ুশ।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন

Avatar

সম্পর্কিত খবর