২০ হাজার টাকা লিটার বিক্রি হয় এই গাছের তেল, বাড়িতে এভাবে চাষ করে করুন মোটা আয়

আপনিও যদি কিছু চাষ করার কথা ভাবছেন তাহলে আমরা আজ এক দারুণ খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। বর্তমানে চাষের চিরাচরিত উপায় ছেড়ে মানুষ অন্যান্য দিকে ঝুঁকছে। আজ তেমনই একটি ফুলের ব্যাপারে জানাতে চলেছি আমরা। এই ফুল চাষ করলে বিরাট মোটা অংকের রোজগার করতে পারেন আপনি।

আজ যে ফুল চাষের কথা বলতে চলেছি আমরা তার নাম জেরানিয়াম। সরকারের তরফেও এই ধরণের ভিন্ন ভিন্ন চাষে মানুষজনকে উৎসাহিত করা হচ্ছে। আর সরকার অ্যারোমা মিশনের আওতায় মানুষজনকে সাহায্যও করছে এই ফুল চাষে। এই জেরানিয়ম কিন্তু খুবই সুগন্ধি গাছ।

আপনাদের জানিয়ে রাখি যে জেরানিয়াম গাছের ফুল থেকে এল বিশেষ প্রকার তেল বের করা হয়, যা ওষুধ তৈরিতে কাজ লাগে। জেরানিয়ামের তেলের গন্ধ অনেকটাই গোলাপের মতো, তাই এটিকে গরীবের গোলাপও বলা হয়ে থাকে। এছাড়া অ্যারোমাথেরাপি, বিউটি প্রোডাক্টস, পারফিউম এবং সুগন্ধযুক্ত সাবানে ব্যবহৃত হয়।geranium oil 500x500

সবচেয়ে সুবিধা হলো যে, জেরানিয়াম যে কোন জায়গায় চাষ করা যায়। যদিও চাষের প্রয়োজনে বেলে এবং দোআঁশ মাটি এই চাষের জন্য সর্বোত্তম মনে করা হয়। তাছাড়া এই চাষ করতে খুবই কম জলের প্রয়োজন হয়। কম আর্দ্রতা সহ মৃদু জলবায়ুতে সবচেয়ে ভালো ফলন দেখা যায়। এই ফুলের চাষ করলে কল খরচে মোটা অংকের মুনাফা অর্জন করা যায়।

আপনাদের জানিয়ে রাখি, জেরানিয়াম ফসল রোপণ করতে ১ লাখ টাকা খরচ হয়। চাষের পর এই গাছ থেকে যে তেল পাওয়া যায় সেটা খুবই চড়া দামে বিক্রি হয়। ১ লিটার জেরেনিয়াম তেলের জন্য আপনি ২০,০০০ টাকা পেয়ে যাবেন! এর ফলে এই ফুল চাষ করেই লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন আপনি।