এবার এই নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থার উপর নামল শাস্তির খাঁড়া! ১৭টি লাইসেন্স বাতিল করল RBI

দেশের অন্দরে টাকাপয়সার লেনদেন সংক্রান্ত সমস্ত কিছুই রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) অধীনে আসে। এই ক্ষেত্রে নিয়মগুলিও রিজার্ভ ব্যাংকের তরফেই বানানো হয়। সম্প্রতি RBI কয়েকটি নন-ব্যাংকিং আর্থিক সংস্থার(NBFC) রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অমান্য করায় এমন শাস্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের মোট ১৭টি নন-ব্যাংকিং আর্থিক সংস্থার (NBFC) রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক(RBI)। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর 45-IA (6) ধারার অধীনে এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি।
১০টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে RBI এর তরফে। সেখানে নাম রয়েছে ধানবাদ প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, সৌর্য বানিজ্য অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জৈনেক্স ইন্ডিয়া লিমিটেড, জয়ম ব্যাপার প্রাইভেট লিমিটেড এবং জেএম হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, ওয়াইড রেঞ্জ সেলস প্রাইভেট লিমিটেড।
এছাড়া Syn Pack Finance Pvt Ltd, B D বাণিজ্য উদ্যোগ, Quency কনসাল্টেন্সি, S G প্রোজেক্টসের লাইসেন্সও বাতিল করেছে RBI। তবে এই তালিকায় এমন দুই কোম্পানি রয়েছে যাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। এই দুটি সংস্থা হলো নিউ এজ ইমপোর্ট প্রাইভেট লিমিটেড এবং জুবিল্যান্ট সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড।
একসাথে জানিয়ে রাখি যে, সেখানের ৫টি NBFC বিভিন্ন বাহ্যিক কারণে বন্ধ হয়ে গিয়েছে। গত ১৩ ডিসেম্বর ৩টি NBFC তাদের লাইসেন্স সমর্পণ করে RBI এর কাছে। এতদিন ব্যাংকিং ক্ষেত্র নিয়ে কড়া হলেও NBFC নিয়ে অত বেশি কড়াকড়ি থাকেনি, কিন্তু এবার এই ক্ষেত্রেও চূড়ান্ত কড়াকড়ি শুরু করেছে রিজার্ভ ব্যাংক।