আর মাত্র কয়েকদিন, তারপরেই গোটা দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হতে চলেছে। আর উৎসব মানেই হচ্ছে দেশজুড়ে সরকারী কর্মীদের (Employee) ছুটির হাতছানি। সম্প্রতি আরবিআইয়ের (Reserve Bank of India) তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত সরকারি ব্যাঙ্ক (Bank), বেসরকারি ব্যাঙ্ক, বিদেশী ও সমবায় ব্যাঙ্কগুলি স্থানীয় উৎসবগুলির পাশাপাশি জাতীয় ও স্থানীয় ছুটির দিন বন্ধ থাকবে।
আপনারও যদি ব্যাঙ্কের কোন কাজ বাকি থেকে থাকে তাহলে দ্রুত তা সেড়ে নিন, নইলে বিপদে পড়বেন আপনিই। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তা করবেন না। সবরকম অনলাইন পরিষেবা, নেট ব্যাঙ্কিং, এটিএম, ইউপিআই চালু থাকবে। তাহলে আসুন বিপদে পড়ার আগে এই প্রতিবেদনের মাধ্যমে আপনিও জেনে নিন কোন কোন দিনগুলোতে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
৩ সেপ্টেম্বর (রবিবার) – সাপ্তাহিক ছুটি
৬ সেপ্টেম্বর (বুধবার) – জন্মাষ্টমী
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – জন্মাষ্টমী
৯ সেপ্টেম্বর (শনিবার) – দ্বিতীয় শনিবার
১০ সেপ্টেম্বর – রবিবার, সাপ্তাহিক ছুটি
১৭ সেপ্টেম্বর – রবিবার, সাপ্তাহিক ছুটি
১৮ সেপ্টেম্বর (সোমবার) – ভারসিদ্ধি
বিনায়ক ব্রত/বিনায়ক চতুর্থী
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার – গণেশ চতুর্থী / সম্বতসারি (চতুর্থী পক্ষ)
২০ সেপ্টেম্বর (বুধবার) – গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন)
২২ সেপ্টেম্বর (শুক্রবার) – শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস
২৩ সেপ্টেম্বর (শনিবার) – মহারাজা হরি সিংজির জন্মদিন / চতুর্থ
২৪ সেপ্টেম্বর – রবিবার, সাপ্তাহিক ছুটি
২৫ সেপ্টেম্বর (সোমবার) – শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী
২৭ সেপ্টেম্বর (বুধবার) – মিলাদ-ই-শরিফ (নবী মুহাম্মদের জন্মদিন)
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার) – ঈদ-ই-মিলাদ/ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মুহাম্মদের জন্মদিন) (বড় ওয়াফাত)
২৯ সেপ্টেম্বর (শুক্রবার) – ঈদে মিলাদুন্নবীর পর ইন্দ্রযাত্রা/শুক্রবার
এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, প্রত্যেকটি দিন দেশের সমস্ত ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকবে না। স্থানীয় উৎসব অনুযায়ী সেখানকার ব্যাঙ্ক বন্ধ থাকবে কিছু।