পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে SBI, মিলবে ১৫ হাজার টাকা! এভাবে আবেদন করে তুলে নিন ফায়দা

শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একাধিক স্কলারশিপ রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি বৃত্তি ব্যবস্থা। মূলত গরীব এবং দুঃস্থ পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না আসে সেজন্যই এইনসমস্ত স্কলারশিপের ব্যাবস্থা করা হয়ে থাকে। কিন্তু এইবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই (State Bank of India) নিজেদের স্কলারশিপ প্রোগ্রাম শুরু করেছে।
সারা দেশের বিভিন্ন অংশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের প্রতিবছর নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় স্টেট ব্যাঙ্ক (State Bank Of India) অব ইন্ডিয়া । SBI-এর এই নয়া স্কলারশিপের নাম ‘আশা’ । আর্থিক অনটনের কারণে তাদের পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সেইজন্যই এই উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
তাহলে চলুন দেখেনি কী বৈশিষ্ট্য রয়েছে এক স্কলারশিপের :
যোগ্যতা কী রয়েছে সেখানে :
১. স্কুলপড়ুয়ারাই এই স্কলারশিপ পেতে পারেন। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত যে কোনও ছাত্রছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
২. আবেদনকারী ছাত্রছাত্রীকে অন্ততপক্ষে ৭৫ শতাংশ নাম্বার পেতেই হবে।
৩. মাথায় রাখবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
কীভাবে আবেদন করতে হয় : শুধুমাত্র অনলাইনে আবেদন করার অপশন রেখেছে SBI। আবেদনকারী পড়ুয়াকে https://www.buddy4study.com অথবা sbi-asha-scholarship-এ গিয়ে আবেদন করতে হবে।
কারা পাবেন এই স্কলারশিপ : আবেদনকারী প্রত্যেক ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হলে তবেই আবেদন করতে পারেন।
কী কী তথ্যের প্রয়োজন হবে আবেদন করার জন্য: ১)আবেদনকারী ছাত্র -ছাত্রীর বিগত বছরের পরীক্ষার মার্কশিট ২)আধার কার্ড ৩)স্কুলে পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ৪)আবেদনাকারী পড়ুয়ার ব্যাংকের পাশ বইয়ের তথ্য ৫)পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র এবং ৬) সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি।
আবেদনের শেষ তারিখ কবে : আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন।