৩ কিমির ভাড়া ১১৪৫ টাকা! এটাই ভারতীয় রেলের সবথেকে ব্যায়বহুল রুট, জানুন কোথায় …

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। ১৯ শতকের শুরুর দিকে ভারতে (India) রেল ব্যবস্থার শুরু হয়। তারপর থেকে নিত্য লক্ষ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়ে চলেছে রেল। অনেকেই হয়তো জানেন না, কিন্তু দেশের প্রথম ট্রেন চলে মুম্বাই এবং থানের মধ্যে। মোট ১.৬ কিমি দূরত্বের এই রুটেই প্রথমবারের জন্য ট্রেন চালায় তৎকালীন ব্রিটিশ সরকার।

   

শুরু থেকেই ট্রেন নিয়ে বেশ উন্মাদনা দেখা যায় যাত্রীদের। প্রথমবার ট্রেন চলাচলের সময় ৪০০ জন যাত্রী সওয়ারি করেন। আর এই এত পুরোনো রেল ব্যবস্থায় এমন অনেক গল্প রয়েছে যা বেশ অবাক করার মতো। আজ তেমনই এক রুট নিয়ে জানাতে চলেছি আমরা।

আমাদের দেশের অন্দরে এমন ৩ কিমি রুট রয়েছে যেখানে ৯ মিনিট সময় লাগলেও তার ভাড়া শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। এই ট্রেন রুট খুবই বিখ্যাত। নাগপুর থেকে অজনি গামি ৩ কিমি দূরত্বের এই পথের রেকর্ড ভাড়া রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ভাড়ার অংক।

train 3448 72edc8c66df509608c1e13f712a1436e@1x

এই রুটে জেনারেল বগির টিকিটের দাম ৬০ টাকা, স্লিপার ক্লাসের জন্য ১৬৫ টাকা, থার্ড এসির জন্য ৫১০ টাকা, দ্বিতীয় এসির জন্য ৬৯৫ টাকা এবং প্রথম শ্রেণীর জন্য ১,১৪৫ টাকা। এত ভাড়া হওয়ার পরেও কিন্তু এই লাইনে যাত্রীর অভাব হয়না।

nagpur railway station aims for green certification min

প্রতিদিন ১ হাজারেরও বেশী যাত্রী সওয়ারি করেন এই রুটে। এছাড়া মোট ১৩টি ট্রেন চলে দুই স্টেশনের মধ্যে। খরচের দিকে পাল্লা একটি ভারী হলেও এই রুটটি কিন্তু একেবারেই অনন্য। বিশেষ করে যাত্রাপথের রূপ বৈচিত্র্যর কথা হিসেব করলে কিন্তু ভাড়া উসুল হয়ে যাবে আপনার।